ভারত
বতর্মান সরকারের আমলে বাংলাদেশে ভারতের রপ্তানি বেড়েছে
নিজস্ব প্রতিনিধি, কলকাতা
(১ মাস আগে) ২৬ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার, ১১:০২ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৭:০৮ অপরাহ্ন

বাংলাদেশের সঙ্গে ভারতের কূটনৈতিক জটিলতা বহাল থাকলেও ভারতের রপ্তানি বাণিজ্যে তার কোনও প্রভাব পড়েনি। সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে, গত অর্থবর্ষের তুলনায় চলতি অর্থবর্ষের জানুয়ারিতে ভারত থেকে ১৭ শতাংশ বেশি পণ্য বাংলাদেশে রপ্তানি হয়েছে।
বাণিজ্য এবং শিল্প মন্ত্রকের হিসাব অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারির তুলনায় এ বছরের জানুয়ারি মাসে রপ্তানি বৃদ্ধি পেয়েছে ১৭.২৭ শতাংশ। গত মাসে ভারত থেকে বাংলাদেশে রপ্তানি হয়েছে প্রায় ৯ হাজার ৩৭৪ কোটি ৮০ লক্ষ রুপির পণ্য। গত অর্থবর্ষের জানুয়ারিতে প্রায় ৭ হাজার ৯৯৯ কোটি ৬৬ লক্ষ রুপির পণ্য ভারত থেকে রপ্তানি হয়েছিল বাংলাদেশে।
শুধু জানুয়ারি মাসেই নয়, গত দশ মাসের হিসাব ধরলেও গত অর্থবর্ষের তুলনায় চলতি অর্থবর্ষে বাংলাদেশে রপ্তানি বৃদ্ধি পেয়েছে। গত অর্থবর্ষে (২০২৩-২৪) এপ্রিল থেকে জানুয়ারির তুলনায় চলতি অর্থবর্ষে (২০২৪-২৫) এপ্রিল থেকে জানুয়ারির মধ্যে ৬.৬০ শতাংশ বেশি রপ্তানি হয়েছে। এই দশ মাসের মধ্যে প্রথম চার মাস শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতায় ছিলেন। তার পরে দায়িত্ব গ্রহণ করে মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। ২০২৩-২৪ সালের এপ্রিল থেকে জানুয়ারির মধ্যে বাংলাদেশে প্রায় ৭৬ হাজার ৭৯৬ কোটি ১৩ লক্ষ রুপির পণ্য রপান্তি করেছে ভারত। চলতি অর্থবর্ষে ওই একই সময়ের মধ্যে বাংলাদেশে রপ্তানি হয়েছে প্রায় ৮১ হাজার ৮৯২ কোটি ৫৩ লক্ষ রুপির পণ্য।
পাঠকের মতামত
আর কি চাই, ভারতের রদ্দি মাল আমদানী হচ্ছে বিপরীতে কোন রফতানী নাই। হাত কচলিয়ে কথা বলার মহাত্ম এখানেই।