ঢাকা, ২৪ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ শাওয়াল ১৪৪৬ হিঃ

ভারত

বতর্মান সরকারের আমলে বাংলাদেশে ভারতের রপ্তানি বেড়েছে

নিজস্ব প্রতিনিধি, কলকাতা

(১ মাস আগে) ২৬ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার, ১১:০২ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৭:০৮ অপরাহ্ন

mzamin

বাংলাদেশের সঙ্গে ভারতের কূটনৈতিক জটিলতা বহাল থাকলেও ভারতের রপ্তানি বাণিজ্যে তার কোনও প্রভাব পড়েনি। সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে, গত অর্থবর্ষের তুলনায় চলতি অর্থবর্ষের জানুয়ারিতে ভারত থেকে ১৭ শতাংশ বেশি পণ্য বাংলাদেশে রপ্তানি হয়েছে।

বাণিজ্য এবং শিল্প মন্ত্রকের হিসাব অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারির তুলনায় এ বছরের জানুয়ারি মাসে রপ্তানি বৃদ্ধি পেয়েছে ১৭.২৭ শতাংশ। গত মাসে ভারত থেকে বাংলাদেশে রপ্তানি হয়েছে প্রায় ৯ হাজার ৩৭৪ কোটি ৮০ লক্ষ রুপির পণ্য। গত অর্থবর্ষের জানুয়ারিতে প্রায় ৭ হাজার ৯৯৯ কোটি ৬৬ লক্ষ রুপির পণ্য ভারত থেকে রপ্তানি হয়েছিল বাংলাদেশে।

শুধু জানুয়ারি মাসেই নয়, গত দশ মাসের হিসাব ধরলেও গত অর্থবর্ষের তুলনায় চলতি অর্থবর্ষে বাংলাদেশে রপ্তানি বৃদ্ধি পেয়েছে। গত অর্থবর্ষে (২০২৩-২৪) এপ্রিল থেকে জানুয়ারির তুলনায় চলতি অর্থবর্ষে (২০২৪-২৫) এপ্রিল থেকে জানুয়ারির মধ্যে ৬.৬০ শতাংশ বেশি রপ্তানি হয়েছে। এই দশ মাসের মধ্যে প্রথম চার মাস শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতায় ছিলেন। তার পরে দায়িত্ব গ্রহণ করে মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। ২০২৩-২৪ সালের এপ্রিল থেকে জানুয়ারির মধ্যে বাংলাদেশে প্রায় ৭৬ হাজার ৭৯৬ কোটি ১৩ লক্ষ রুপির পণ্য রপান্তি করেছে ভারত। চলতি অর্থবর্ষে ওই একই সময়ের মধ্যে বাংলাদেশে রপ্তানি হয়েছে প্রায় ৮১ হাজার ৮৯২ কোটি ৫৩ লক্ষ রুপির পণ্য।

পাঠকের মতামত

আর কি চাই, ভারতের রদ্দি মাল আমদানী হচ্ছে বিপরীতে কোন রফতানী নাই। হাত কচলিয়ে কথা বলার মহাত্ম এখানেই।

Ahmad Zafar
২৬ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার, ২:১৮ অপরাহ্ন

ভারত থেকে আরও পড়ুন

আরও খবর

ভারত সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status