ঢাকা, ২৪ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ শাওয়াল ১৪৪৬ হিঃ

বিবিধ

লেনোভো ৩৬০ ইভলভ ‘২৫ কক্সবাজারে সফলভাবে সম্পন্ন

(১ মাস আগে) ২৭ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ৪:১৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৪:২১ অপরাহ্ন

mzamin

স্টার টেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড গর্বের সঙ্গে লেনোভো ৩৬০ ইভলভ ‘২৫ ইভেন্টের আয়োজন করেছে, যা ২৫-২৬ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে ওশান প্যারাডাইস হোটেল অ্যান্ড রিসোর্ট, কক্সবাজারে অনুষ্ঠিত হয়। এই প্রিমিয়ার ইভেন্টে লেনোভোর সর্বশেষ উদ্ভাবন, থিংকপ্যাড L14 Gen 5 এবং থিংকপ্যাড P14s Gen 6 ল্যাপটপ উন্মোচন করা হয়, যা AMD Ryzen Series দ্বারা পরিচালিত, ব্যবসা ও এন্টারপ্রাইজ সলিউশনের জন্য লেনোভোর প্রযুক্তিগত উৎকর্ষতাকে আরও সুদৃঢ় করেছে।

গুরুত্বপূর্ণ অতিথি ও লেনোভো প্রতিনিধিরা

ইভেন্টটি সম্মানিত করেন স্টার টেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাহবুব আলম (রাকিব), প্রধান পণ্য কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোসেন, এবং প্রধান বিক্রয় কর্মকর্তা মোঃ সারোয়ার চৌধুরী।

এছাড়াও, লেনোভোর সম্মানিত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য সুমন রায়, রিজিওনাল চ্যানেল সেলস ম্যানেজার – কমার্শিয়াল বিজনেস, হাসান রিয়াজ, রিজিওনাল চ্যানেল ম্যানেজার – কনজ্যুমার নোটবুকস, এবং শিশ তানভীর ইকবাল, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার – ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট, লেনোভো SLBD। এছাড়াও, লেনোভো ইন্ডিয়ার জেনারেল ম্যানেজার – ওভারসিজ বিজনেস (কনজ্যুমার, কমার্শিয়াল ও ট্যাবলেটস) নবীন কেজরিওয়াল ভার্চুয়ালি ইভেন্টে অংশগ্রহণ করেন এবং লেনোভোর ক্রমবর্ধমান প্রযুক্তিগত দৃষ্টিভঙ্গি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। তার বক্তব্যের পর, সমীর বার্ষ্ণি, সেলস ম্যানেজার – কমার্শিয়াল অ্যান্ড ট্যাবলেটস: ওভারসিজ, এবং শেখর কর্মকার, রিজিওনাল সেলস ম্যানেজার – কনজ্যুমার SLBD তাদের দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেন, যা লেনোভোর ভবিষ্যৎ কৌশল ও বাজার পরিকল্পনা আরও সুসংহত করেছে।

কর্পোরেট ক্লায়েন্ট ও পার্টনারদের স্বীকৃতি

ইভেন্টের অন্যতম প্রধান আকর্ষণ ছিল বিশিষ্ট কর্পোরেট ক্লায়েন্ট ও পার্টনারদের স্বীকৃতি প্রদান, যারা এই অঞ্চলে প্রযুক্তিগত উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ইভেন্টটি বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও নেটওয়ার্কিং গালা ডিনার এর মাধ্যমে সমাপ্ত হয়, যা শিল্পের অভ্যন্তরীণ সংযোগ বৃদ্ধি এবং ব্যবসায়িক প্রবৃদ্ধির সুযোগ তৈরি করেছে।

স্টার টেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড কৃতজ্ঞতা প্রকাশ করছে সকল কর্পোরেট অতিথি, পার্টনার এবং সেই সকল সদস্যদের প্রতি, যাদের নিরলস প্রচেষ্টায় লেনোভো ৩৬০ ইভলভ ‘২৫ সফলভাবে সম্পন্ন হয়েছে। এই গুরুত্বপূর্ণ আয়োজন স্টার টেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড-এর সর্বাধুনিক প্রযুক্তি সমাধান প্রদান এবং শিল্প সহযোগিতা শক্তিশালী করার প্রতিশ্রুতি পুনরায় নিশ্চিত করেছে।


 

বিবিধ থেকে আরও পড়ুন

আরও খবর

বিবিধ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status