ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

শরীর ও মন

শিশুর মাথা অস্বাভাবিক বড় হওয়া হাইড্রোকেফালাস

ডা. মো. জিয়াউদ্দিন
২৮ ফেব্রুয়ারি ২০২৫, শুক্রবার

মানুষের মস্তিষ্কের কেন্দ্রে রয়েছে কতোগুলো ভেন্ট্রিকল, যেখান থেকে প্রতিদিন ৪৫০ সিসি পরিমাণ সেরিব্রোস্পাইনাল ফ্লুইড বা মস্তিষ্কের বিশেষ তরল তৈরি হয়। এর মধ্যে ৩০০ সিসি পানি নির্দিষ্ট পথে প্রবাহিত হয়ে রক্তে মিশে যায় আর বাকি পানিটুকু মস্তিষ্কের ভেতর-বাইরে গুরুত্বপূর্ণ কাজ করে। যদি কোনো কারণে এই পানিপ্রবাহের পথ বন্ধ হয়ে যায় বা অতিরিক্ত পানি তৈরি হতে থাকে, তখন তা জমে মাথা বড় হয়ে যায়। এই পানির চাপে মস্তিষ্ক ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়। যেসব কারণে পানি চলাচলের পথ সরু বা বন্ধ হতে পারে, তাহলো জন্মগত ত্রুটি, মাতৃগর্ভে থাকাকালে সংক্রমণ, মস্তিষ্কের সংক্রমণ বা মেনিনজাইটিস, পানিপ্রবাহে বাধা সৃষ্টিকারী কোনো টিউমার, সিস্ট ইত্যাদি।

লক্ষণ: শিশু ও বয়স্কদের ক্ষেত্রে এ রোগের লক্ষণে কিছুটা পার্থক্য আছে।
শিশু বিরক্ত থাকে এবং উপরের দিকে তাকাতে অসুবিধা হয়, শিশুর স্বাভাবিক বৃদ্ধিতে বিলম্ব হয়, শিশুর খাওয়া-দাওয়া কমে দুর্বল হয়ে যায়, বমি হয়, মাথা বড় হতে থাকে, শিশুর বমি বমিভাব হওয়া,  চোখে কম বা ঝাপসা দেখা, মাথা ব্যথা। 

প্রাপ্ত বয়স্ক কারণ: স্ট্রোক বা মাথায় আঘাতের পর মস্তিষ্কে রক্তক্ষরণ হলে, সেই রক্ত মস্তিষ্কে পানি চলাচলের পথ বন্ধ করে দিলে এ রোগ হতে পারে। ব্রেন টিউমারের চাপে বা মস্তিষ্কে সংক্রমণ বা মেনিনজাইটিসের কারণে পানি চলাচলের রাস্তা বন্ধ হয়ে গেলে। মস্তিষ্কে পানি চলাচলের রাস্তা কোথাও বন্ধ হয়ে যাওয়া। 

সাধারণ চিকিৎসা
শান্ট সার্জারি: চামড়ার নিচ দিয়ে একটি টিউবের মাধ্যমে ব্রেনের পানির সঙ্গে পেটের সংযোগ (শান্ট) কেটে দেয়া হয় এই প্রক্রিয়ায়। অতিরিক্ত পানি তখন পেটে চলে যায়।

বেশি কাটাছেঁড়ার প্রয়োজন হয়, টিউব অনেক ক্ষেত্রে ব্লক হয়ে যায়, তখন আবার অপারেশনের মাধ্যমে টিউব পরিবর্তন করতে হয়, ঘন ঘন সংক্রমণ হয়, তখন টিউব খুলে ফেলতে হয় এবং পরবর্তী সময়ে আবার অপারেশনের প্রয়োজন হয়। 

পার্শ্বপ্রতিক্রিয়া 
সর্বাধুনিক ইটিভি অপারেশন: মাথার খুলিতে ও ব্রেনের মাঝেই একটি ছিদ্র করা হয়। এই ছিদ্রপথ দিয়ে অতিরিক্ত পানি রক্তের সঙ্গে মিশে যায়।
 

লেখক: ব্রেইন, স্পাইন ও স্নায়ুরোগ বিশেষজ্ঞ ও সার্জন: ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল, ঢাকা। চেম্বার: কমফোর্ট ডক্টরস
চেম্বার-৩
গ্রীন রোড (২য় তলা), রুম নাম্বার- ১৩৮
ধানমণ্ডি ঢাকা।
সিরিয়ালের জন্য: ০১৮১৩-৮৪২৬৫২
 

শরীর ও মন থেকে আরও পড়ুন

আরও খবর

শরীর ও মন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status