ভারত
ভারতের শেয়ার বাজারে বিশাল পতন, বিনিয়োগকারীরা হতাশ
নিজস্ব প্রতিনিধি, কলকাতা
(১ মাস আগে) ২৮ ফেব্রুয়ারি ২০২৫, শুক্রবার, ৪:৪০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:৩৭ পূর্বাহ্ন

ভারতের শেয়ার বাজারে শুক্রবার লেনদেনের শুরু থেকেই বিশাল পতন দেখা যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা আরও নীচের দিকে চলে যায়। দুপুর একটা নাগাদ সেনসেক্স সূচক ১৪৫০ পয়েন্ট পড়ে ৭৩ হাজার একশোতে নেমে আসে। আর নিফটি সূচক ৪১৫ পয়েন্ট নেমে তা ২২১৫০র নীচে চলে যায়। শেয়ার বাজারের তথ্য অনুযায়ী, বাজারের প্রায় তিন শতাংশ পতন হয়েছে। সব সেক্টরের সূচক লাল এলাকায় রয়েছে। এদিন বিনিয়োগকারীদের ৭ লক্ষ কোটি রুপি বাজার থেকে উধাও হয়ে গিয়েছে।
মিন্টের এক প্রতিবেদন অনুসারে, ভারতীয় ব্যাংকগুলোর দুর্বল আয়, এমএসসিআই পুনর্গঠন, দেশি পুঁজির উচ্চ স্তরে আটকে থাকা, মার্কিন বন্ডের আয় বৃদ্ধি এবং ভারত থেকে চীনে বিদেশি পুঁজি স্থানান্তরের মতো একাধিক কারণে শুক্রবার শেয়ার বাজারে বিশাল পতন হয়েছে। বিদেশি বিনিয়োগকারীরা এবছরের প্রথম দুই মাসে প্রায় এক লক্ষ কোটি রুপি ভারতীয় বাজার থেকে তুলে নিয়ে গিয়েছে।
সপ্তাহের শেষ লেনদেনের দিনে বিনিয়োগকারীদের হতাশায় ডুবিয়ে দিয়েছে শেয়ার বাজার। শুক্রবার বাজার খোলার পর প্রথমে এক ধাক্কায় প্রায় হাজার পয়েন্ট পড়ে সেনসেক্স। তারপর দুপুরের দিকে নিফটি সূচক ৪০০ পয়েন্ট নেমে যায়।
বৃহস্পতিবার বাজার বন্ধ হওয়ার আগে পর্যন্ত সেনসেক্স দাঁড়িয়েছিল ৭৪ হাজার ৫৬৫ পয়েন্টে। সেনসেক্সের সঙ্গে পাল্লা দিয়ে নিফটি ৫০-এরও পতন হয়।
সেনসেক্স ও নিফটির পতনের ধাক্কায় পড়ে গিয়েছে অধিকাংশ শেয়ারের দর। ৬ শতাংশ পড়েছে ইন্ডাসইন্ড ব্যাংক, ৩ শতাংশ দর পড়েছে টাটা স্টিলের, এম অ্যান্ড এম পড়েছে ৪ শতাংশ, এইচসিএল টেক পড়েছে ৩ শতাংশ। তথ্য-প্রযুক্তি ক্ষেত্রের সূচক ৪ শতাংশের বেশি নেমে গিয়েছে।
বিশেষজ্ঞদের দাবি, শুক্রবার তৃতীয় ত্রৈমাসিকে দেশের জিডিপির হাল-হকিকত নিয়ে তথ্য প্রকাশ করবে অর্থমন্ত্রক। আপাতত সেই দিকে তাকিয়ে নিজেদের লগ্নি তুলে নিচ্ছেন বহু বিনিয়োগকারী। এছাড়া তথ্য-প্রযুক্তি সংস্থার শেয়ারের লাগাতর পতন প্রভাব ফেলেছে বাজারে। আর এই সব অভ্যন্তরীণ প্রভাবের মাঝে ডলারের শক্তিশালী হওয়া ও ট্রাম্পের শুল্ক হুঙ্কারে বাড়তি চাপে পড়েছেন বিনিয়োগকারীরা।