ভারত
গঙ্গা চুক্তির পুনর্নবীকরণ নিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের আলোচনা শুরু হতে যাচ্ছে
নিজস্ব প্রতিনিধি, কলকাতা
(১ মাস আগে) ২ মার্চ ২০২৫, রবিবার, ৯:২১ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৪:৫৬ অপরাহ্ন

গঙ্গা চুক্তির পুনর্নবীকরণ নিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের আলোচনা শুরু হতে চলেছে। সোমবারই বাংলাদেশের ১১ সদস্য বিশিষ্ট কারিগরি বিশেষজ্ঞদের এক প্রতিনিধিদল ভারতে আসছেন এই আলোচনার জন্য।
গঙ্গা পানি চুক্তি ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর স্বাক্ষরিত হয়েছিল। চুক্তিতে স্বাক্ষর করেছিলেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়া এবং বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই হিসেবে ৩০ বছর মেয়াদি সেই চুক্তির পুনর্নবীকরণ হওয়ার কথা আগামী বছরের মধ্যে। গত বছরের জুনমাসে দুই দেশের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল যে, চুক্তি পুনর্নবীকরণ প্রাথমিক পর্যায়ে কারিগরি বিশেষজ্ঞ কমিটি আলোচনা শুরু করবেন।
জানা গিয়েছে, গঙ্গা চুক্তির এই পুনর্নবীকরণ আলোচনার শুরুতে আগামী ৬-৭ মার্চ কলকাতায় দুই দিনের জন্য বাংলাদেশ ও ভারতের কারিগরি বিশেষজ্ঞ কমিটির ৮৬তম বৈঠক বসতে যাচ্ছে। তবে এই বৈঠকের আগে বাংলাদেশের কারিগরি বিশেষজ্ঞরা ভারতের বিশেষজ্ঞদের সঙ্গে যৌথভাবে ফরাক্কায় যেখানে ভারতের বাঁধ রয়েছে সেই এলাকা পরিদর্শন করবেন। যে পয়েন্টে বাংলাদেশে পাঠানোর জন্য গঙ্গার পানি মাপা হয় সেই জায়গাতেও বাংলাদেশের প্রতিনিধিরা পরিদর্শন করবেন।
ভারতের সিনিয়র যুগ্ম কমিশনার আর আর সাম্ভারিয়ার লেখা একটি চিঠিতে জানানো হয়েছে, দুই দিনের ফারাক্কা সফর থেকে ফিরে বাংলাদেশের প্রতিনিধিরা ভারতের প্রতিনিধিদলের সঙ্গে যৌথ নদী কমিশনের তত্ত্বাবধানে ৬-৭ মার্চ দুদিনের বিশেষজ্ঞ কমিটির বৈঠকের জন্য কলকাতায় ফিরে আসবেন। অভিন্ন, সীমান্ত দিয়ে বয়ে যাওয়া নদী এবং আন্তঃ সীমান্ত নদীগুলো নিয়ে সমস্যা সমাধানের উদ্দেশ্যে ভারত ও বাংলাদেশের যৌথ নদী কমিশন ১৯৭২ সালে একটি দ্বিপাক্ষিক প্রক্রিয়া হিসাবে গঠিত হয়েছিল ।
এবারের যৌথ নদী কমিশনের বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন যৌথ নদী কমিশনের সদস্য মুহাম্মদ আবুল হোসেন। ভারতের জলশক্তি মন্ত্রকের মতে, ভারত ও বাংলাদেশের মধ্যে ৫৪টি অভিন্ন নদী রয়েছে।