ভারত
চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের সেলিব্রেশনে ছোড়া হলো পাথর, মধ্যপ্রদেশে অগ্নিগর্ভ পরিস্থিতি
মানবজমিন ডিজিটাল
(১ মাস আগে) ১০ মার্চ ২০২৫, সোমবার, ২:১৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০২ পূর্বাহ্ন

নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি ঘরে তুলেছে ভারত। এই আবহে দেশের বিভিন্ন প্রান্তে রবিবার রাতেই জাতীয় পতাকা হতে বিজয় মিছিল করতে নেমে পড়েছিলেন বহু মানুষ। এই ধরনেরই এক মিছিল নেমেছিল মধ্যপ্রদেশের ইন্দোর জেলার মহোও শহরে। সেই মিছিলেই পাথর ছোড়ার অভিযোগ উঠল। যার জেরে সংঘর্ষ বাধে। উল্লেখ্য, এই মহোও শহর ইন্দোর জেলা সদর থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরে অবস্থিত। পরিস্থিতি ধীরে ধীরে অগ্নিগর্ভ হয়ে ওঠে। আশেপাশের দোকান এবং বেশ কয়েকটি গাড়িতেও আগুন ধরিয়ে দেয়া হয়। আপাতত এলাকায় বিরাট পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। যেহেতু সেখানে সেনা ছাউনি রয়েছে, তাই প্রস্তুত থাকতে বলা হয়েছে সেনাবাহিনীকেও।
সহিংসতার ঘটনা প্রসঙ্গে ইন্দোরের কালেক্টর আশিস সিং জানিয়েছেন, পরিস্থিতি রাতেই নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে সেখানে। ওই এলাকায় বিপুল সংখ্যায় বাহিনী মোতায়েন করা হয়েছে। কীভাবে সংঘর্ষ শুরু হয়েছে, তা তদন্তের পরে জানা যাবে।
এদিকে এই নিয়ে এক পুলিশ কর্মকর্তা জানান, ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয় উদযাপনের সমাবেশ চলাকালীন দুই পক্ষের মধ্যে বিবাদ শুরু হয়েছিল এবং তার থেকেই পাথর ছোড়ার ঘটনা ঘটে। এরপর এলকায় থাকা বেশ কয়েকটি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
মধ্যপ্রদেশ পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল নিমিশ আগরওয়াল জানিয়েছেন, 'চ্যাম্পিয়ন্স ট্রফি জয় উদযাপন করতে মহোওতে একটি মিছিল বের করা হচ্ছিল। এই সময় কিছু লোকের মধ্যে বচসা হয় যা এই সহিংসতায় রূপ নেয়। প্রাথমিকভাবে জানা গিয়েছে, এই সংঘর্ষে কিছু যানবাহন ভাঙচুর করা হয়েছে।
স্থানীয়রা জানান, সংঘর্ষের জের ধরে শহরের বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুবাইয়ে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের জয় উপলক্ষে একদল তরুণ ক্রিকেট ভক্ত বিজয় সমাবেশের আয়োজন করেছিলেন। স্থানীয়রা জানিয়েছেন, সেই মিছিল জামা মসজিদ এলাকায় পৌঁছালে একদল দুষ্কৃতী তাদের লক্ষ্য করে পাথর ছুড়তে শুরু করে। এরপরই কিছু লোক বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। এর জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত পদক্ষেপ নিয়েছে স্থানীয় প্রশাসন।
সূত্র : হিন্দুস্তান টাইমস
পাঠকের মতামত
যানবাহন এর দোষ কি ছিল ? এটাই অসভ্য আচরণ যা উন্নয়নশীশ দেশে দেখা যায়।।গরীব দেশ কিন্ত সম্পদ ধ্বংস করে মানুষ।