বিবিধ
বাজারে এলো অপো’র এ৫ প্রো
স্টাফ রিপোর্টার
(১ মাস আগে) ১১ মার্চ ২০২৫, মঙ্গলবার, ৪:২৯ অপরাহ্ন

বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড ‘অপো’ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বাজারে দীর্ঘস্থায়ী ‘অলরাউন্ড’ পারফরম্যান্সের স্মার্টফোন ‘অপো এ৫ প্রো’ উন্মোচন করেছে। রোববার রাজধানী ঢাকায় বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে এক অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে স্মার্টফোনটি উন্মোচন করা হয়। প্রোডাক্ট অ্যাম্বাসেডর হিসেবে এই ডিভাইসের সঙ্গে রয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।
‘অপো এ৫ প্রো’ বাংলাদেশের প্রথম স্মার্টফোন যেটি আন্তর্জাতিকভাবে সার্টিফিকেশন এর পাশাপাশি বুয়েট এর ‘টপ-রেটেড ওয়াটার রেজিস্ট্যান্স এবং ড্রপ টেস্ট’-এ সফলতা দেখিয়েছে। এই স্মার্টফোনে আছে- ‘আইপি৬৯’, ‘আইপি৬৮’ এবং ‘আইপি৬৬’ রেটিংস- যা কি না পানি ও ধূলা থেকে মোবাইলকে সর্বোচ্চ নিরাপত্তা দেয়। এছাড়া ডিভাইসটির ফাইবার গ্লাস লেদার ডিজাইন যেমন দেখতে দৃষ্টিনন্দন, তেমনি এটি যেকোনো প্রতিকূল পরিবেশ, যেমন- পানি, উচ্চ-চাপ এবং ধুলাবালি থেকে স্মার্টফোনকে সর্বোচ্চ নিরাপত্তা দেয়।
‘অপো এ৫ প্রো’ এই মোবাইলে আছে, ‘আইপি৬৯’, ‘আইপি৬৮’ এবং ‘আইপি৬৬’ এর তিন লেয়ারের নিরাপত্তা, যা কি না- ডিভাইসে পানি প্রবেশ, ধুলো জমা হওয়া এবং ‘হাই প্রেশার স্প্রে’ এর মতো প্রতিকূল পরিস্থিতিতে ফোনকে নিরাপত্তা স্মার্টফোনের ডুয়েল-লেয়ার সিলিং সিস্টেম মোবাইলের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশের সুরক্ষা দেয়। ‘অপো এ৫ প্রো’ (৮জিবি + ১২৮ জিবি) অলিভ গ্রিন ও মোকা ব্রাউন রঙে পাওয়া যাচ্ছে এবং এটির প্রি-অর্ডার মূল্য ২৩,৯৯০ টাকা। এ প্রসঙ্গে অপো বাংলাদেশ অথরাইজ এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর এর ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, আমরা গ্রাহকদের কাছে অল-রাউন্ড ‘অপো এ৫ প্রো’ পৌঁছে দিতে পেরে আনন্দিত। এটি ব্যবহারকারীদের একইসঙ্গে স্থায়িত্ব ও প্রিমিয়াম ফিচার দেবে।