ভারত
ট্রাম্পের শুল্ক হুমকি
দুই পক্ষেরই সমঝোতার চেষ্টা
নিজস্ব প্রতিনিধি, কলকাতা
(১ মাস আগে) ১১ মার্চ ২০২৫, মঙ্গলবার, ৭:০২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:৪৬ পূর্বাহ্ন

ভারতের বাণিজ্য ও শিল্প প্রতিমন্ত্রী জিতিন প্রসাদ
বার বার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের শুল্ক নিয়ে হুমকি সংক্রান্ত প্রশ্নে মঙ্গলবার সংসদে লিখিত প্রশ্নের উত্তরে ভারতের বাণিজ্য ও শিল্প প্রতিমন্ত্রী জিতিন প্রসাদ জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে ভারত। উভয় দেশই পারস্পরিক ভাবে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি এবং সম্প্রসারণের জন্য সমঝোতার চেষ্টা করছে। মন্ত্রীর দাবি, এখনও পর্যন্ত ভারতের উপর আমেরিকা পাল্টা শুল্ক আরোপ করেনি।
মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা করেছেন, যে দেশ মার্কিন পণ্যের উপর যত শুল্ক চাপায়, যুক্তরাষ্ট্রও সেই দেশের উপর তত পরিমাণই আমদানি শুল্ক চাপাবে। আর শুল্কনীতি আরোপের ব্যাপারে ট্রাম্প আলাদা করে বার বার ভারতের কথা বলেছেন। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, আগামী ২ এপ্রিল থেকে ভারতীয় পণ্যের উপর আমেরিকা পাল্টা আমদানি শুল্ক চাপাবে। কয়েক দিন আগে ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল বাণিজ্য সংক্রান্ত বৈঠক করতে যুক্তরাষ্ট্র সফর করেন।সেই সফরের শেষেই ট্রাম্প একতরফা ঘোষণা করে দেন যে, ভারত শুল্ক কমাতে রাজি। যদিও ট্রাম্পের এই দাবি নিয়ে ভারতের বাণিজ্যসচিব সুনীল বার্থওয়াল সোমবার সংসদীয় কমিটিকে জানান, শুল্ক নিয়ে আমেরিকার সঙ্গে দর কষাকষি চলছে। ভারতের তরফ থেকে শুল্ক কমানোর কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়নি।
সংসদে মঙ্গলবার জিতিন দল প্রসাদ বলেন, ‘উভয় দেশই (ভারত এবং যুক্তরাষ্ট্র) বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনার পরিকল্পনা করছে। উভয় দেশই তাদের বাজারে পণ্যের প্রবেশাধিকার বৃদ্ধি, সরবরাহশৃঙ্খল ঠিক করা এবং শুল্ক-বাধা কমানোর উপর মনোনিবেশ করবে। এটি একটি চলমান অনুশীলন।
গত ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যুক্তরাষ্ট্র সফরেই আগামী পাঁচ বছরের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের বহর ৫০ হাজার কোটি ডলারে নিয়ে যাওয়ার জন্য চুক্তি করে ভারত এবং যুক্তরাষ্ট্র। তবু আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প বার বার স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন, প্রতিদ্বন্দ্বীদের তো বটেই, বাণিজ্য সহযোগীদের উপরেও পাল্টা আমদানি শুল্ক বসাবে তাঁর প্রশাসন।
পাঠকের মতামত
ইট মারিলে পাটকেল তো খেতেই হবে darling