ঢাকা, ৩০ এপ্রিল ২০২৫, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১ জিলক্বদ ১৪৪৬ হিঃ

ভারত

অবৈধ বাংলাদেশিদের ভারতে অবস্থানের মামলাগুলো একটি ছাতার তলায় এনে তদন্তের নির্দেশ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা

(১ মাস আগে) ১৭ মার্চ ২০২৫, সোমবার, ১১:৪০ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৯ পূর্বাহ্ন

ভারতে অবস্থানরত অবৈধ বাংলাদেশিদের মামলাগুলো একটি ছাতার তলায় এনে তদন্তের নির্দেশ দিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক। একজন সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, সাম্প্রতিক এক বৈঠকে সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের মামলাগুলোকে একটি ছাতার তলায় এনে তদন্ত করার এবং ভারতের নাগরিকত্ব সম্পর্কিত আধার এবং অন্যান্য নথি তৈরিতে অবৈধ অভিবাসীদের সহায়তাকারী ব্যক্তিদের শনাক্ত করার নির্দেশ দেয়া হয়েছে।
কর্মকর্তাটি আরও জানিয়েছেন, কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে, ভারতীয় নাগরিকত্বের বিভিন্ন নথি ইউরোপীয় দেশ বা মধ্যপ্রাচ্যে ভ্রমণের উদ্দেশ্যে প্রস্তুত করা হয়েছিল এবং সেইসব ব্যক্তিরা ভারতে বেশিদিন অবস্থান করেননি।

তদন্ত কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে, যারা অবৈধ অভিবাসীকে নথি তৈরিতে সাহায্য করেছে তাদের চিহ্নিত করে মামলায় অভিযুক্ত করতে। তদন্তের সময় নথি তৈরিতে ব্যবহৃত ফাঁক-ফোঁকর চিহ্নিত করারও নির্দেশ দেয়া হয়েছে। সমস্ত সন্দেহজনক আধার কার্ড পুনঃযাচাইয়ের জন্য পাঠানোর কথা বলা হয়েছে। সেক্ষেত্রে আধার তৈরির জন্য জমা দেওয়া নথিগুলোও যাচাই-বাছাই করতে  বলা হয়েছে। আধার কর্মকর্তাদের সাথে এক বৈঠকে তাদের সমস্ত আধার কেন্দ্রগুলোকে নির্দেশ দিতে বলা হয়েছে যে, তারা যদি কোনও ব্যক্তিকে সন্দেহজনক নথিতে আধার পরিবর্তন বা তৈরি করার চেষ্টা করতে দেখেন তবে তারা যেন পুলিশকে অবহিত করেন।

অবৈধ বাংলাদেশি নাগরিকদের নাগরিকত্ব নিশ্চিতকরণের জন্য  আটক কেন্দ্রে রাখা হবে এবং প্রোটোকল অনুসারে তাদের নিরাপদে প্রত্যাবর্তনের সুবিধার্থে ফরেনার্স রেজিস্ট্রশন অফিসকে অবহিত করা হবে।

সম্প্রতি একটি বিশেষ অভিযানে দিল্লি পুলিশ রাজধানীতে অবৈধভাবে বসবাসকারী ২০ জনেরও বেশি বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে। ভারতের বিভিন্ন রাজ্যে বাংলাদেশি গ্রেপ্তারের সংখ্যা গত কয়েক মাসে শতাধিক ছাড়িয়ে গিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত ভারত-বাংলাদেশ সীমান্তে মোট ২৬০১ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। ইতিমধ্যেই সীমান্তে অনুপ্রবেশ আটকাতে 
উন্নত নজরদারি, বর্ধিত জনবল এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে সীমান্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে।

পাঠকের মতামত

Bangladesh will think over like neighborhood country. Illegal immigrants are also in Bangladesh..

Anwarul Azam
২৬ মার্চ ২০২৫, বুধবার, ৫:৫৬ অপরাহ্ন

ভারত থেকে আরও পড়ুন

আরও খবর

ভারত সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status