বিবিধ
নাটোর জেলা সাংবাদিক সমিতি
সভাপতি আবুল কালাম আজাদ, সা. সম্পাদক শামসুল ইসলাম
অনলাইন ডেস্ক
(১ মাস আগে) ১৮ মার্চ ২০২৫, মঙ্গলবার, ৫:০৯ অপরাহ্ন

নাটোর জেলা সাংবাদিক সমিতির (নাজেসাস) ২০২৫-২৬ সেশনের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন আবুল কালাম আজাদ (বিটিভি) ও সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সিনিয়র রিপোর্টার শামসুল ইসলাম কামরুল।
সোমবার রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে সংগঠনের আয়োজনে ইফতার মাহফিল ও আলোচনা শেষে নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন- সহ সভাপতি নাজমুস সাকিব (স্টার নিউজ টিভি), যুগ্ম সাধারণ সম্পাদক মাহি মাহফুজ (যমুনা টিভি), সাংগঠনিক সম্পাদক) আলতাফ হোসাইন (সময় টিভি), কোষাধ্যক্ষ ইমদাদ হক (চ্যানেল ২৪), প্রচার সম্পাদক কামাল হোসেন (আর টিভি), তথ্য প্রযুক্তি সম্পাদক আতিকা রহমান (আর টিভি), সদস্য সুজন নাজির (দি নিউজ), রেজাউল করিম শামীম (কালবেলা), রবিউল ইসলাম আওলাদ (সময় টিভি)।
একইসঙ্গে উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। এতে আতিকুর রহমান চৌধুরী, মো. আব্দুর রশিদ ও মো. তসলিম উদ্দিনকে দায়িত্ব দেয়া হয়।
নির্বাচন পরিচালনা করেন, দুর্নীতি দমন কমিশন -দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম। এর আগে ইফতার মাহফিল ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।