বিশ্বজমিন
গাজায় বিমান হামলার পর এবার স্থল অভিযানে নিহত ৩৭
মানবজমিন ডেস্ক
(১ মাস আগে) ২০ মার্চ ২০২৫, বৃহস্পতিবার, ১১:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১:২৪ পূর্বাহ্ন

গাজার উত্তর ও দক্ষিণাঞ্চলে স্থল অভিযান শুরু করেছে ইসরাইলি বাহিনী। এতে বৃহস্পতিবার ভোরে নারী ও শিশুসহ কমপক্ষে ৩৭ জন নিহত হয়েছেন। আল জাজিরার নিজস্ব সংবাদদাতা এ তথ্য জানিয়েছে। সংবাদমাধ্যমটির খবরে বলা হয়, এ সপ্তাহের মঙ্গলবার একতরফা যুদ্ধবিরতি ভঙ্গ করে গাজার নিরীহ মানুষের ওপর ভয়াবহ বিমান হামলা চালায় ইসরাইল। এতে ১৮৩ শিশুসহ ৪৩৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয়। ওই হামলার পর আজ ভোর থেকে স্থল অভিযান শুরু করেছে তেল আবিব।
গাজায় স্থলবাহিনীর হামলা শুরুর পর পরই উপত্যকা এবং অধিকৃত পশ্চিম তীরে বৃহত্তর শক্তিশালী হামলা সম্পর্কে সতর্ক করেছেন বেনিয়ামিন নেতানিয়াহু। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজার বিরুদ্ধে ইসরাইলের হামলায় কমপক্ষে ৪৯ হাজার ৫৪৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ লাখ ১২ হাজার ৭১৯ জন। গাজার সরকারি মিডিয়ায় নিহতের সংখ্যা উল্লেখ করেছে ৬১ হাজার ৭০০ জনের বেশি। ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার ফিলিস্তিনিকে মৃত বলে ধরে নেয়া হচ্ছে। ৭ অক্টোবর, হামাসের হামলায় ইসরাইলের কমপক্ষে ১,১৩৯ জন নিহত এবং ২০০ জনের বেশি নাগরিক জিম্মি হন। এরপর থেকে গাজায় অমানবিক হামলা শুরু করেছে ইসরাইল।