বিশ্বজমিন
ভারত-পাকিস্তানকে আন্তর্জাতিক বাধ্যবাধকতা পালনের আহ্বান অ্যামনেস্টির
মানবজমিন ডেস্ক
(১৯ ঘন্টা আগে) ৮ মে ২০২৫, বৃহস্পতিবার, ১০:৪৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ২:০২ অপরাহ্ন

মানবাধিকার বিষয়ক সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ভারত ও পাকিস্তান উভয় দেশের প্রতি আহ্বান জানিয়েছে, যাতে তারা আন্তর্জাতিক মানবাধিকার এবং মানবিক আইনের আওতায় নিজেদের দায়িত্ব পালন করে এবং নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করে। এক বিবৃতিতে অ্যামনেস্টি বলেছে, উভয় দেশকেই সকল ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে, যাতে সাধারণ নাগরিকদের সুরক্ষা নিশ্চিত হয় এবং প্রাণহানি ও কষ্ট যতটা সম্ভব কমিয়ে আনা যায়। সংঘর্ষের প্রেক্ষিতে সংস্থাটি আরও সতর্ক করে জানায়, যখন দুই দেশের বাহিনী সরাসরি সংঘাতে জড়িয়ে পড়েছে, তখন আরও বেসামরিক প্রাণ হারানোর মতো নিরর্থক ক্ষয়ক্ষতি দিয়ে নিরাপত্তা কিংবা ন্যায়বিচার কোনোটিই অর্জিত হবে না। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল উভয় দেশকে শান্তিপূর্ণ সমাধানের পথ বেছে নিতে এবং সংঘর্ষে জড়িত সকল পক্ষকে আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে।