বিশ্বজমিন
ভূপাতিত যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের ভিডিও যাচাই করল বিবিসি
মানবজমিন ডেস্ক
(২০ ঘন্টা আগে) ৮ মে ২০২৫, বৃহস্পতিবার, ৯:৩৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১১:১১ পূর্বাহ্ন

পাকিস্তান দাবি করেছে, মঙ্গলবার দিবাগত মধ্যরাতের পর তাদের প্রতিরক্ষা বাহিনী ভারতের পাঁচটি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে। যদিও ভারত সরকার এখনো এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। বিবিসি'র অনুসন্ধানকারী দল ‘বিবিসি ভেরিফাই’ - এই ঘটনার প্রেক্ষিতে ইন্টারনেটে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিও যাচাই করে দেখেছে। যাচাইয়ের মাধ্যমে তারা তিনটি ভিডিওর সত্যতা নিশ্চিত করেছে, যেগুলোতে ভারতের ফরাসি নির্মিত রাফালে যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে। ভারতের বিমানবাহিনী এই যুদ্ধবিমান ব্যবহার করে। একটি ভিডিওতে দেখা যায়, ভারতের পাঞ্জাব রাজ্যের ভাঠিণ্ডা শহরের কাছের একটি মাঠে সেনারা ধ্বংস হয়ে যাওয়া বিমানের ধ্বংসাবশেষ সংগ্রহ করছে। ‘বিবিসি ভেরিফাই’ টিম ভিডিওটির জিওলোকেশন প্রযুক্তি ব্যবহার করে সেটি সঠিক বলে প্রমাণ করে। অন্য দুটি ভিডিও রাতের বেলা ধারণ করা- একটিতে একটি বস্তু আকাশে আগুন নিয়ে ছুটতে দেখা যায়। পরে সেটি ভূমিতে পড়ে আগুন ধরে যায়। অপরটিতে একটি খোলা মাঠে ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা যায়। বৃটিশ সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা এবং ঝুঁকি বিশ্লেষণ প্রতিষ্ঠান ‘সিবিলিন’-এর প্রধান জাস্টিন ক্রাম্প বিবিসি’কে জানান, ফুটেজে দেখা ধ্বংসাবশেষটি একটি ফরাসি তৈরি এয়ার-টু-এয়ার মিসাইল, যা মিরেজ ২০০০ এবং রাফালে উভয় যুদ্ধবিমানেই ব্যবহৃত হয়। এছাড়া সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া আরেকটি ছবিতে একটি বিমানের টেইল ফিনে ‘বিএস০০১’ এবং ‘রাফালে’ লেখা দেখা যায়। গুগল-এর রিভার্স ইমেজ সার্চে এটির কোনো পুরনো রেকর্ড পাওয়া যায়নি, যা ইঙ্গিত দেয়- ছবিটি সাম্প্রতিক।