বিশ্বজমিন
পাকিস্তানের যুদ্ধবিমান ভূপাতিত করার ভারতীয় দাবি মনগড়া ও মিথ্যা: পাক তথ্যমন্ত্রী
মানবজমিন ডেস্ক
(৯ ঘন্টা আগে) ৯ মে ২০২৫, শুক্রবার, ৮:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৩:৪৯ অপরাহ্ন

পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার ভারতীয় গণমাধ্যমে প্রচারিত একটি দাবিকে ভুয়া ও বানোয়াট বলে উড়িয়ে দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি বলেন, ভারত কর্তৃক পাকিস্তানের এফ-১৬ ও জেএফ-১৭ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি অযৌক্তিক ও মিথ্যা। তার ভাষায়, এ ধরনের গালগল্প কেবল ভারতের হতাশা প্রতিফলিত করে। তথ্যমন্ত্রীর দাবি, এসব মিথ্যা প্রচারণা দিয়ে ভারত কিছু অর্জন করতে পারবে না। তিনি একে সম্পূর্ণভাবে পরিত্যাজ্য বলে উল্লেখ করেছেন।
এদিকে পাকিস্তানের নিরাপত্তা সূত্র জানিয়েছে, ভারতের হারোপ ড্রোন হামলা ব্যর্থ হওয়ার পর দিল্লিতে আতঙ্ক বিরাজ করছে। সূত্রগুলো আরও দাবি করেছে, রাজস্থান, পাঠানকোট এবং ভারত-শাসিত অঞ্চলগুলোতে হামলার যে খবর প্রচার করছে ভারত, সেটিও ভুয়া ও ভিত্তিহীন। পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতের এমন ঘৃণ্য ষড়যন্ত্র মোকাবেলায় তারা সম্পূর্ণ প্রস্তুত রয়েছে