বিশ্বজমিন
পুনরায় যুদ্ধ শুরু করে জনগণের ক্ষোভের মুখে নেতানিয়াহু
মানবজমিন ডেস্ক
(১ মাস আগে) ২০ মার্চ ২০২৫, বৃহস্পতিবার, ১২:৩১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১:২৫ পূর্বাহ্ন

যুদ্ধবিরতির চুক্তি ভঙ্গ করে পুনরায় যুদ্ধ শুরু করায় জনগণের ক্ষোভের মুখে পড়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বিক্ষোভকারীরা মনে করেন রাজনৈতিক ফায়দা লুটতে পুনরায় যুদ্ধ শুরু করেছেন তিনি। এতে তারা তীব্র ক্ষোভ জানিয়েছেন। বুধবার জেরুজালেমে অবস্থিত ইসরাইলি পার্লামেন্টের কাছে বিক্ষোভ জানাতে সমবেত হন হাজার হাজার মানুষ। তারা নেতানিয়াহুর চাতুরতার বিরুদ্ধে স্লোগান দেন। তাদের ব্যানারের একটি লেখায় দেখা যায়, জোটের ভবিষ্যৎ নাকি ইসরাইলের ভবিষ্যৎ। বিক্ষোভকারীদের এসব ব্যানার থেকে বুঝা যায়, টানা ১৮ মাস যুদ্ধ শেষে ভঙ্গুর যুদ্ধবিরতির দুই মাস পর দেশের নিরাপত্তা, জিম্মি এবং ফিলিস্তিনিদের জীবনের চেয়ে নিজেকে রাজনৈতিকভাবে টিকিয়ে রাখার ওপরই বেশি অগ্রাধিকার দিচ্ছেন নেতানিয়াহু। অর্থাৎ জানুয়ারিতে যুদ্ধবিরতি কার্যকর করায় যেসকল জোটসঙ্গী হারিয়েছিলেন তাদের জোটে ভেড়াতে পুনরায় গাজাবাসীর ওপর হামলে পড়েছেন তিনি। এ খবর দিয়েছে অনলাইন সিএনএন।
এতে বলা হয়, মঙ্গলবার গাজার নিরীহ মানুষের রাতভর হামলা চালিয়েছে ইসরাইল। এতে চারশতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার বেশির ভাগ নারী ও শিশু। একদিন না যেতেই বিমান হামলার পাশাপাশি স্থল অভিযান শুরু করেছে দেশটি। এতে তীব্র ক্ষোভের মুখে পড়েছেন নেতানিয়াহু। খোদ ইসরাইলেই তার বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়েছে। এতে যোগ দিয়েছেন হাজার হাজার নাগরিক। তারা গাজায় আটক জিম্মি এবং সর্বোপরি সাধারণ ফিলিস্তিনিদের জীবন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। বলছেন, নেতানিয়াহু মানুষের জীবনের চেয়ে তার রাজনৈতিক টিকে থাকাকেই বেশি প্রাধান্য দিচ্ছেন।
পুনরায় যুদ্ধ শুরু করে নড়বড়ে জোটকে শক্তিশালী করতে চাইছে নেতানিয়াহু। জাতীয় বাজেট পেশ করার জোটকে শক্তিশালী করা তার জন্য বেশ গুরুত্বপূর্ণ। কেননা এর ওপরই তার পরবর্তী নির্বাচনের ফলাফল নির্ভর করছে বলে অনেকের ধারণা। পুনরায় যুদ্ধ শুরু হওয়ার ফলে জানুয়ারিতে জোট ত্যাগ করা অতি ডানপন্থী মন্ত্রী ইতামার বেন গাভিরের সমর্থন ফিরে পেয়েছেন নেতানিয়াহু। মঙ্গলবার গাজায় বোমা বর্ষণ শুরু হওয়ার পরপরই ইহুদি জোট নেতানিয়াহুর সঙ্গে পুনরায় জোটবদ্ধ হওয়ার ঘোষণা দিয়েছে। তবে বহু ইসরাইলির কাছে পুনরায় সংঘাত শুরু হওয়া হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে। ফলে সরকারের বিরুদ্ধে তাদের ক্ষোভ জন্ম নিয়েছে। তারা মনে করেন, পুনরায় যুদ্ধ শুরুর অর্থ হচ্ছে ফিলিস্তিনিদের জন্য দুই মাসের ভঙ্গুর যুদ্ধবিরতির অবসান। তাছাড়া জেরুজালেম-ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ইসরাইল ডেমোক্রেসি ইনস্টিটিউটের এক জরিপে দেখা গেছে, পুনরায় যুদ্ধের বিপক্ষেই বেশির ভাগ ইসরাইলির অবস্থান। মার্চের শুরুতে করা ওই জরিপে বলা হয়েছে, ইসরাইলিদের বিশাল অংশ যুদ্ধবিরতিকে সমর্থন করেছে।
জরিপের তথ্যমতে, যুদ্ধ বন্ধের পক্ষে মত দিয়েছেন ৭০ শতাংশ ইসরাইলি। এর পাশাপাশি মনে করেন জিম্মি মুক্তির বিনিময়ে গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের পক্ষেও তারা একমত। অন্যদিকে নেতানিয়াহুর লিকুদ পার্টির একটি বৃহৎ অংশ (৬১ দশমিক ৫ শতাংশ) ভোটার যুদ্ধবিরতি চুক্তির পক্ষে মত দিয়েছে।
নেসেটের বাইরে হাজার হাজার লোকের সঙ্গে বিক্ষোভে যুক্ত হন জেরুজালেমের এক শিল্পী। তার নাম যুবাল ইয়াইরি। সিএনএনকে বলেছেন, তিনি বিশ্বাস করেন যে রাজনৈতিক কারণেই পুনরায় যুদ্ধ শুরু করা হয়েছে। বলেছেন যে নেতানিয়াহুর ৩১শে মার্চ বাজেট ভোটের সময়সীমার আগে তার ডানপন্থী মিত্রদের পাশে রাখা প্রয়োজন। যুদ্ধটি ইসরাইলের গণতন্ত্রের জন্য ক্ষতিকর বলে মনে করেন তিনি।
পাঠকের মতামত
International terrorists group.
নেতানিয়াহু ইতিহাস রচাতে তার পুরো দেমাগ প্রয়োগ করছে। অতবার আন্দোলনের পরেও মজবুত খুঁটি হয়ে দাড়িয়ে আছে ।