ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

অনলাইন

এপ্রিলের মাঝামাঝি দেশে আসতে পারেন খালেদা জিয়া, তারেক রহমান আরো দুই-এক মাস পর

আরিফ মাহফুজ , লন্ডন থেকে

(১ মাস আগে) ২১ মার্চ ২০২৫, শুক্রবার, ১০:৫৪ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৯ পূর্বাহ্ন

mzamin

লন্ডনে পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের পর চিকিৎসকরা অনুমতি দিলে এপ্রিলের মাঝামাঝি সময়ে দেশে ফিরতে পারেন  বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এদিকে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরতে কোনো বাধা না থাকলেও তার প্রত্যাবর্তনে আরো দুই মাসেরও বেশি সময় লাগতে পারে। এমনটা জানিয়েছেন চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক।

তিনি বলেন , তারেক রহমান সব মামলা থেকে খালাস পেয়েছেন। এখন দেশে যেতে আর কোনো বাধা নেই। তবে তিনি দীর্ঘদিন লন্ডনে আছেন এবং মেয়ে জাইমা রহমান ব্যারিস্টার হিসেবে কর্মরত। পাশাপাশি মরহুম আরফাত রহমান কোকোর দুই মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমান দুজনই অধ্যয়নরত। তাই পারিবারিক সব কিছু গুছিয়ে নিতে দুই-এক মাস সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সকল মামলা থেকে খালাস পাওয়ায় উচ্ছ্বসিত যুক্তরাজ্য বিএনপির  নেতাকর্মীরা। এজন্য  অন্তর্বর্তী সরকারসহ বিচার বিভাগকে ধন্যবাদ জানিয়েছেন তারা।

পতিত শেখ হাসিনা সরকারের শাসনামলে কয়েকডজন  মিথ্যা মামলার আসামি হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।  মামলার বোঝা মাথায় নিয়েই প্রায় দেড় যুগ ধরে লন্ডনে নির্বাসিত সময় কাটাচ্ছেন তিনি।  তবে অন্তর্বর্তী সরকারের আমলেই আদালতের রায়ে সকল মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status