অনলাইন
বরিশালে এনসিপির ইফতার অনুষ্ঠান শেষে হট্টগোল
অনলাইন ডেস্ক
(১ মাস আগে) ২১ মার্চ ২০২৫, শুক্রবার, ১১:০১ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১৪ পূর্বাহ্ন
বরিশাল নগরীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মতবিনিময় ও ইফতার শেষে হট্টগোলের ঘটনা ঘটেছে। গতকাল নগরের বরিশাল ক্লাব মিলনায়তনে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, এনসিপি দলীয় নেতাকর্মী ও বিশিষ্টজনদের সঙ্গে বরিশাল ক্লাব মিলনায়তনে মতবিনিময় ও ইফতার অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। এদিন তাকে ঘিরে একদল তরুণ ‘ভুয়া’ ‘ভুয়া’ বলে স্লোগান দেয়। প্রায় ১৫ মিনিট হট্টগোল চলার পর দলীয় কর্মীদের বেষ্টনীতে তার গাড়ি অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।
বিক্ষুব্ধদের অভিযোগ, এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ বরিশালের কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখেন না। শুধুমাত্র আহ্বায়ক ও সদস্য সচিবের সঙ্গে তারা যোগাযোগ করেন। এতে গণ-আন্দোলনে অংশগ্রহণকারী মাঠ কর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। এক পর্যায়ে বিক্ষোভকারীরা নাহিদ ইসলামকে ঘিরে রাখেন। পরে এনসিপির কর্মী ও উপস্থিত পুলিশের সহযোগীতায় তিনি বরিশাল ক্লাব ত্যাগ করেন।
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহানগর আহ্বায়ক শহিদুল ইসলাম শাহেদ জানান, তাদের অনুষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য কিছু অনুপ্রবেশকারী ঢুকেছিল। তারা পরিকল্পিতভাবে নাহিদ ইসলামকে অপমান করেছে।
পাঠকের মতামত
সহমত জনাব মিলন আজাদ
রাজনৈতিক সব দলের ইফতার পার্টি বন্ধ করে দেওয়া হোক এসব টাকার অপচয় ছাড়া আর কিছুনা, এরপরেও থাকে বিতর্ক। ইফতারের টাকাগুলো সব দল গুলো জুলাই শহীদ পরিবারের মাঝে বিতরণ করে দিতে পারতো।