অনলাইন
ইসরাইলের নিরাপত্তাপ্রধানকে বরখাস্ত করলেন নেতানিয়াহু
মানবজমিন ডিজিটাল
(১ মাস আগে) ২১ মার্চ ২০২৫, শুক্রবার, ১১:১১ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১০ পূর্বাহ্ন

ইসরাইলের নিরাপত্তাপ্রধানকে বরখাস্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামলা চালায় ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস। আর এই হামলা আঁচ করতে ব্যর্থতার জন্যই তাকে বরখাস্ত করলেন নেতানিয়াহু। দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান রোনেন বারের বরখাস্তের বিষয়টি আনুষ্ঠানিকভাবে অনুমোদনের জন্য বৃহস্পতিবার সন্ধ্যায় ইসরাইলি মন্ত্রিসভার বৈঠক হয়। সর্বসম্মতিক্রমে বারকে বরখাস্তের পক্ষে মত দেয়া হয়। আগামী ১০ এপ্রিল বারের দায়িত্ব শেষ হবে। ২০২১ সালের অক্টোবরে শিন বেতের প্রধান হিসেবে পাঁচ বছর মেয়াদে বারকে নিযুক্ত করা হয়েছিল।
বেনিয়ামিন নেতানিয়াহু গত রোববার এক ভিডিও বিবৃতিতে বারকে বরখাস্ত করার বিষয়ে তার ইচ্ছার কথা প্রকাশ করেছিলেন। তখন তিনি বারের সঙ্গে তার চলমান অবিশ্বাসের কথাও উল্লেখ করেছিলেন। তিনি বলেছিলেন, সময়ের সঙ্গে সঙ্গে এই অবিশ্বাস আরও বেড়েছে।