ভারত
বিদেশে ভারতীয় বন্দী ১০১৫২, ফাঁসির অপেক্ষায় ৪৯ জন
নিজস্ব প্রতিনিধি, কলকাতা
(১ মাস আগে) ২১ মার্চ ২০২৫, শুক্রবার, ২:৪২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১২ পূর্বাহ্ন

বিশ্বের বিভিন্ন দেশে বর্তমানে মোট ১০,১৫২ জন ভারতীয় বন্দী কারাগারে রয়েছেন। তাদের মধ্যে অনেক বিচারাধীন বন্দীও রয়েছেন। এইসব বন্দীদের মধ্যে ৪৯ জনের ফাঁসির আদেশ হয়েছে। রাজ্যসভায় প্রশ্নের উত্তরে এই তথ্য জানিয়েছেন ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং। কোন দেশের কারাগারে কতজন ভারতীয় বন্দী রয়েছেন, তা নিয়ে সংসদে জানতে চাওয়া হয় পররাষ্ট্র মন্ত্রকের কাছে। মন্ত্রী জানান, সংযুক্ত আরব আমিরশাহিতে গত মাসেই তিন ভারতীয়ের ফাঁসি হয়েছে।
সে দেশে আরও ২৫ জন ভারতীয়কে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তবে তাদের ফাঁসি কার্যকর হওয়া এখনও বাকি। মৃত্যুদণ্ডপ্রাপ্তদের তালিকা দিতে গিয়ে মন্ত্রী কীর্তিবর্ধন নির্দিষ্ট ভাবে আটটি দেশের কথা জানান । তালিকায় সবচেয়ে বেশি (২৫) মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয় বন্দী রয়েছেন সংযুক্ত আরব আমিরশাহিতে। এ ছাড়া সৌদি আরবে ১১ জন, মালয়েশিয়াতে ছ’জন, কুয়েতে তিন জন এবং ইন্দোনেশিয়া, কাতার, আমেরিকা ও ইয়েমেনে এক জন করে ভারতীয়ের মৃত্যুদণ্ড কার্যকর হওয়া বাকি রয়েছে।
মন্ত্রী জানান, কুয়েত এবং সৌদিতে ২০২৪ সালে তিন জন করে ভারতীয়ের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। ২০২৩ সালে কুয়েত এবং সৌদিতে পাঁচ জন করে ভারতীয়ের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। এ ছাড়া ২০২৩ সালে মালয়েশিয়ায় এক জন এবং ২০২৪ সালে জিম্বাবুয়েতে একজনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। সংযুক্ত আরব আমিরশাহির প্রশাসন থেকে সম্প্রতি তিনি জনের মৃত্যুদণ্ড কার্যকর করার কথা ভারতকে জানানো হয়েছে।
রাজ্যসভায় মন্ত্রী জানান, বিদেশের জেলে থাকা ভারতীয়সহ সব প্রবাসীদের সুরক্ষা এবং নিরাপত্তা গুরুত্ব দিয়ে বিবেচনা করে কেন্দ্র। ভারতীয় দূতাবাসসহ অন্য কূটনৈতিক দফতরগুলো বিদেশে মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রবাসী এবং অন্য বন্দীদের সম্ভাব্য সব রকম সাহায্য করে। তাদের আইনি সহায়তাও দেওয়া হয়। উচ্চতর আদালতে আবেদন জানাতে বা প্রাণভিক্ষার আর্জি জানাতেও তাদের আইনি সহায়তা দেওয়া হয়।