অনলাইন
বিশ্বের সুখীতম দেশ: শীর্ষে ফিনল্যান্ড, বাংলাদেশ ১৩৪ নম্বরে, ইউক্রেন-প্যালেস্টাইনের চেয়েও নিচে ভারত
মানবজমিন ডিজিটাল
(১ মাস আগে) ২১ মার্চ ২০২৫, শুক্রবার, ৫:৩৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১২ পূর্বাহ্ন

গ্যালাপের সহযোগিতায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ওয়েলবিং রিসার্চ সেন্টার দ্বারা প্রকাশিত হলো ২০২৫ সালের বিশ্বের সুখীতম দেশের তালিকা। তালিকার শীর্ষে রয়েছে ফিনল্যান্ড, তারপরে ডেনমার্ক, আইসল্যান্ড এবং সুইডেন। শুধু তাই নয়, প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে ইসরায়েল, ইউক্রেন এবং ফিলিস্তিনের মতো যুদ্ধ -বিধ্বস্ত দেশগুলির লোকেরা ভারতীয়দের তুলনায় বেশি সুখী। এই বছরে থিম ছিল ‘কেয়ারিং এন্ড শেয়ারিং’। যত্ন এবং তা ভাগ করে নেওয়া। জীবন মূল্যায়ন, মাথাপিছু জিডিপি, স্বাস্থ্যকর আয়ু, সামাজিক সমর্থন, জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা, দাতব্য অনুদানের সহজলভ্যতা এবং সরকার ও ব্যবসায় দুর্নীতি- এই কারণগুলোর উপর ভিত্তি করে দেশগুলিকে র্যাঙ্কিং করা হয়েছে। তালিকাটি তৈরি করতে সহায়তা করেছে গ্যালাপ ওয়ার্ল্ড পোল। উত্তরদাতাদের জিজ্ঞাসা করা হয়েছিল যে তারা গত মাসে কত অর্থ দান করেছে বা অপরিচিত কাউকে সাহায্য করেছে কিনা। সামগ্রিক জীবন মূল্যায়নের ওপর ভিত্তি করে ১৪৭টি সমীক্ষা করা দেশের মধ্যে ভারত ১১৮তম স্থানে রয়েছে, এটি ২০২২ এবং ২০২৩ সালে ১২৬তম অবস্থানে ছিল। কিন্তু লাগাতার যুদ্ধে বিধ্বস্ত দেশগুলিও সুখের পরিসংখ্যানে ভারতের থেকে অনেক এগিয়ে। ১১১তম স্থানে রয়েছে ইউক্রেন। প্যালেস্টাইনের র্যাঙ্কিং ১০৮। এমনকি প্রতিবেশী নেপাল (৯২), পাকিস্তান (১০৯)ও এগিয়ে রয়েছে ভারতের থেকে। বাংলাদেশ রয়েছে তালিকার ১৩৪ নম্বরে। তাদের থেকে একধাপ উপরে রয়েছে শ্রীলঙ্কা। চীন গত বছরের ৬০ তম থেকে ৬৮তম স্থানে নেমে এসেছে, যেখানে উল্লেখযোগ্য অর্থনৈতিক ও সামাজিক চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া সত্ত্বেও পাকিস্তান ১০৯ তম স্থানে রয়েছে। তালিকার নীচে রয়েছে আফগানিস্তান, সেখানে সুখের হার সর্বনিম্ন। আফগান নারীদের জীবনযাত্রার অবনতির কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সিয়েরা লিওন ১৪৬ তম এবং লেবানন ১৪৫ তম অবস্থানে রয়েছে। ২৪ নম্বরে নেমে গিয়েছে আমেরিকা। এটাই তাদের নিকৃষ্টতম র্যাঙ্কিং।
সূত্র : ইন্ডিয়া টুডে