ঢাকা, ২৪ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ শাওয়াল ১৪৪৬ হিঃ

অনলাইন

ফের নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি! সামাল দিলো রেল

মানবজমিন ডিজিটাল

(৪ সপ্তাহ আগে) ২৪ মার্চ ২০২৫, সোমবার, ১০:৪৪ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৭:২৩ অপরাহ্ন

mzamin

কয়েক সপ্তাহ আগেই মহাকুম্ভ চলাকালীন যাত্রীদের হুড়োহুড়িতে চরম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল নয়াদিল্লি রেল স্টেশনে। এর জেরে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল অন্তত ১৮ জন যাত্রীর। এবার ফের সেই বিভীষিকাময় স্মৃতি ফিরে এলো নয়াদিল্লি রেল স্টেশনে। ২৩ মার্চ রাতে বেশ কয়েকটি ট্রেন ছাড়তে দেরি হওয়ায় ১২ ও ১৩ নম্বর প্ল্যাটফর্মে যাত্রীদের প্রচণ্ড ভিড় দেখা দিয়েছিল। পুলিশ  এবং রেল কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। সঙ্গে এও দাবি করা হয়, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। 

দিল্লি পুলিশ সূত্রের খবর, রবিবার রাতে মোট পাঁচটি ট্রেন নয়াদিল্লি স্টেশন থেকে নির্ধারিত সময়ের অনেকটা পরে ছাড়ে। শিবগঙ্গা এক্সপ্রেস, স্বতন্ত্রতা সেনানি এক্সপ্রেস, জম্মু রাজধানী এক্সপ্রেস, লখনউ মেল এবং মগধ এক্সপ্রেস ছাড়তে দেরি হওয়ায় প্ল্যাটফর্মগুলিতে মানুষের ভিড় জমছিল। যার জেরে প্রায় পদপিষ্ট হওয়ার পরিস্থিতি তৈরি হয়। তবে কুম্ভমেলা চলাকালীন পদপিষ্ট হওয়ার ঘটনা থেকে শিক্ষা নিয়ে পরিস্থিতি দ্রুত সামাল দিতে জন্য পদক্ষেপ করে পুলিশ। কিছুক্ষণের মধ্যে কিছু ট্রেন নয়াদিল্লি স্টেশন থেকে রওনা দেওয়ার পরে ভিড় নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। 

আরপিএফের এক কর্মকর্তা  বলেন, ‘আমরা সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে প্ল্যাটফর্মে পৌঁছে গিয়েছিলাম। কিন্তু কিছুই হয়নি, ট্রেন আসতে শুরু করায় ভিড় কমতে থাকে।’

এদিকে ডিসিপি (রেলওয়ে) কেপিএস মালহোত্রা বলেন, ‘কোনও যাত্রী পদপিষ্ট হননি। কেবলমাত্র প্রচণ্ড ভিড় ছিল। কয়েকটি ট্রেন ছাড়তে দেরি হওয়ায় অতিরিক্ত ভিড় তৈরি হয়েছিল। ট্রেন ছাড়তে শুরু করার পর পরিস্থিতি ঠিক হয়ে  যায়।’

সিসিটিভি ফুটেজ প্রকাশ করে রেল জানায়, পরিস্থিতি স্বাভাবিকই আছে। আগের ঘটনা থেকে শিক্ষা নিয়ে সতর্ক পদক্ষেপ করায় দুর্ঘটনা এড়ানো গিয়েছে।

সূত্র : ইন্ডিয়া টুডে

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status