ঢাকা, ৩০ এপ্রিল ২০২৫, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১ জিলক্বদ ১৪৪৬ হিঃ

প্রথম পাতা

সাংস্কৃতিক আন্দোলনের পুরোধা সন্‌জীদা খাতুনের বিদায়

স্টাফ রিপোর্টার
২৬ মার্চ ২০২৫, বুধবার
mzamin

দেশের সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ সন্‌জীদা খাতুন আর নেই (ইন্নালিল্লাহি...রাজিউন)। বরেণ্য এই সংগীতজ্ঞ ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা ও সভাপতি। শুধু তাই নয়, তিনি একাধারে রবীন্দ্রসংগীত শিল্পী, লেখক, গবেষক, সংগঠক এবং শিক্ষক ছিলেন।

মঙ্গলবার বেলা ৩টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গত এক সপ্তাহ ধরে তিনি হাসপাতালটিতে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুর সময় ছিলেন আইসিইউতে। মৃত্যুকালে 
তার বয়স হয়েছিল ৯২ বছর। সন্‌জীদা খাতুনের জন্ম ১৯৩৩ সালের ৪ঠা এপ্রিল।
একাধিক পুরস্কার রয়েছে তার ঝুলিতে। পেয়েছেন একুশে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, নজরুল স্বর্ণপদক, রবীন্দ্র স্মৃতি পুরস্কার, রবীন্দ্র তত্ত্বাচার্য উপাধিতে ভূষিত হয়েছেন তিনি। শুধু তাই নয়, ভারত সরকার ২০২১ সালে ‘পদ্মশ্রী’ পুরস্কারে ভূষিত করেন সন্‌জীদাকে। এ ছাড়াও তিনি ভারত থেকে দেশিকোত্তম অনারারি ডিলিট, ২০১৯ সালে ‘নজরুল মানস’ প্রবন্ধ গ্রন্থের জন্য ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কারসহ অসংখ্য দেশি-বিদেশি পুরস্কার পেয়েছেন।
তার বাবা কাজী মোতাহার হোসেন ছিলেন জাতীয় অধ্যাপক। মা সাজেদা খাতুন গৃহিণী। তার ভাই লেখক কাজী আনোয়ার হোসেন ও বোন সংগীত শিল্পী ফাহমিদা খাতুন। তার স্বামী রবীন্দ্রসংগীত বিশেষজ্ঞ ওয়াহিদুল হক।

সন্‌?জীদা খাতুন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫৪ সালে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক, ১৯৫৫ সালে ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। ১৯৭৮ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। শিক্ষকতা দিয়েই তার কর্মজীবন শুরু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে দীর্ঘকাল অধ্যাপনা করেছেন। বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানটের প্রতিষ্ঠাতা সদস্য এবং বর্তমানে সভাপতি ছিলেন। এ ছাড়া তিনি জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদেরও প্রতিষ্ঠাতা সদস্য। ভিন্নধর্মী শিশু শিক্ষাপ্রতিষ্ঠান নালন্দার সভাপতির দায়িত্বেও ছিলেন তিনি।

শিক্ষা জীবন থেকেই প্রতিবাদী কণ্ঠস্বর ছিলেন সন্‌জীদা। শিল্পী কামরুল হাসানের নেতৃত্বে সন্‌জীদা খাতুন ব্রতচারী আন্দোলনে যোগ দেন। এ ছাড়াও সব সময়ই অন্যায়ের বিরুদ্ধাচারণ করেছেন তিনি।
দীর্ঘদিন ধরে সন্‌?জীদা খাতুন ডায়াবেটিস, নিউমোনিয়া এবং কিডনি রোগে ভুগছিলেন। সন্‌জীদা খাতুনের ছেলে পার্থ তানভীর নভেদ জানিয়েছেন, প্রয়াত সন্‌?জীদা খাতুনের প্রতি সর্বজনের শ্রদ্ধা নিবেদন বুধবার দুপুর সাড়ে ১২টায় রাজধানীর ধানমণ্ডির ছায়ানট সংস্কৃতি ভবনে অনুষ্ঠিত হবে।

 

প্রথম পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

প্রথম পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status