বিনোদন
‘শুধু সিনেমার গান’র শেষ পর্ব
স্টাফ রিপোর্টার
৬ এপ্রিল ২০২৫, রবিবার
সাতদিনের ঈদ আয়োজনে ‘শুধু সিনেমার গান’ অনুষ্ঠানের শেষ পর্ব বৈশাখী টিভিতে প্রচার হবে আজ দুপুর ১টায়। ঈদে মুক্তি পাওয়া বাংলা সিনেমার জনপ্রিয় গান নিয়ে নির্মিত এ অনুষ্ঠানের প্রযোজক নিকোলাস হীরা। তমা রশিদের উপস্থাপনায় এ পর্বে রয়েছে- ‘বরবাদ’, ‘দাগি’, ‘জংলি’ ও ‘জ্বীন-৩’ সিনেমার আলোচিত গান।