বিনোদন
‘জংলি’ দেখলো ‘টগর’ টিম
স্টাফ রিপোর্টার
৯ এপ্রিল ২০২৫, বুধবার
ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পূজা চেরি বর্তমানে ব্যস্ত সময় পার করছেন তার পরবর্তী সিনেমা ‘টগর’ নিয়ে। এটি পরিচালনা করছেন অলোক হাসান। এতে পূজার নায়ক আদর আজাদ। সিনেমাটি আগামী কোরবানির ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এদিকে সোমবার ‘টগর’ সিনেমার টিম নিয়ে চলতি ঈদে মুক্তি পাওয়া সিয়াম আহমেদের ‘জংলি’ দেখতে হাজির হন পূজা। এ সময় তিনি বলেন, আমরা চিন্তা করেছিলাম সবাই একা একা ঈদের সিনেমাগুলো না দেখে পুরো টিম নিয়ে দেখি। এটা একটা প্রমোশনও হয়ে গেল, আর আমার যে বন্ধু আছে সিয়াম আহমেদ তার সিনেমাও দেখা হয়ে গেল। সিয়ামকে নিয়ে পূজা বলেন, ‘জংলি’তে সিয়াম দুর্দান্ত অভিনয় করেছে। দিনে
দিনে তার ইম্প্রুভমেন্ট চোখে পড়ার মতো। সিনেমা দেখার একপর্যায়ে আমার চোখের কোণেও একটু জল চলে আসে। এ ছাড়াও সিনেমায় দীঘি, বুবলী আপুসহ সবাই খুব ভালো করেছে। ঈদে কোনো সিনেমা নেই সে কারণে আক্ষেপ আছে কিনা জানতে চাইলে পূজা বলেন, আমার শুরুটাই হয়েছে ঈদ নিয়ে। তাই আমার কোনো আক্ষেপ নেই। আর রোজার ঈদে আসিনি তো কি হয়েছে! কোরবানিতে আপনারা আমাকে পাবেন ‘টগর’ এ।