বিনোদন
মেক্সিকোতে একই মঞ্চে মা-মেয়ে
স্টাফ রিপোর্টার
১২ এপ্রিল ২০২৫, শনিবার
মেক্সিকো সিটির বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবসের ৫৪তম বর্ষপূর্তিতে গান গাইতে দিন কয়েক আগে দেশ ছাড়েন দেশের গুণী সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। এই সফরে এ গায়িকার সঙ্গে ছিলেন বড় কন্যা সংগীতশিল্পী রোদেলাও। মেক্সিকোর এই শোতে ন্যান্সির সঙ্গে মঞ্চে গান পরিবেশন করে তার মেয়েও। বাংলাদেশ সময় ১১ই এপ্রিল রাত ১টায় শুরু হয় এই অনুষ্ঠান। এতে ন্যান্সি গেয়ে শোনান দু’টি স্প্যানিশ, একটি বাংলাদেশি দেশপ্রেমের গান, একটি ইংরেজি ও তার গাওয়া দু’টি জনপ্রিয় গান। শো শুরুর আগে ন্যান্সি এক ফেসবুক পোস্টে বলেন, আমার দেশকে মেক্সিকোর সম্মানিত অতিথিদের সামনে তুলে ধরতে পারাটা এক পরম সৌভাগ্য। পাশে থাকবেন, দোয়া করবেন। আমরা যেন ভালোভাবে এই ভালোবাসার গল্পটা সুরে সুরে পৌঁছে দিতে পারি। এটা শুধুই একটা পারফরম্যান্স নয়, এটা আমার দেশের প্রতি ভালোবাসার এক ছোট্ট শ্রদ্ধাঞ্জলি। গর্ব ও আনন্দের সুরে ন্যান্সি আরও বলেন, সবচেয়ে স্পেশাল ব্যাপার এই প্রথমবার আমার আদরের মেয়ে রোদেলা আমার সঙ্গে মঞ্চে উঠছে। মেক্সিকোর মাটিতে মা-মেয়ের একসঙ্গে প্রথম গান, সেটা ভাবলেই গলা ভার হয়ে আসে। আজ মনটা ভরে আছে গর্বে আর আনন্দে। এদিকে গত ঈদে ন্যান্সির কণ্ঠে প্রকাশিত হয় ‘ঈদ এলো রে’- শিরোনামের গান। অন্যদিকে তার মেয়ে রোদেলার কণ্ঠে ঈদে প্রকাশ হয় ‘অকারণ’ শিরোনামের গান। দু’টি গানই এরইমধ্যে শ্রোতামহলে সমাদৃত হয়েছে।