বিনোদন
৪৭ কোটি পেরিয়ে সানির ‘জাট’
বিনোদন ডেস্ক
১৬ এপ্রিল ২০২৫, বুধবার
সম্প্রতি মুক্তি পাওয়া সানি দেওলের ‘জাট’ ছবিটি ৫ দিনেই ৪৭ কোটির ঘর পেরিয়ে গেছে। জানা যায়, সোমবার ‘জাট’ ছবির আয় কিছুটা কমেছিল। পাঁচদিনে ছবিটির মোট আয় প্রায় ৪৭ কোটি রুপি। ‘জাট’ প্রযোজনা করে মিথ্রি মুভি মেকারস এবং পিপল মিডিয়া ফ্যাক্টরি। সানি দেওল ছাড়াও ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন রণদীপ হুদা।