বিনোদন
উচ্ছ্বসিত দীঘি
স্টাফ রিপোর্টার
১৭ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার
ঈদুল ফিতরে মুক্তি পায় অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির সিনেমা ‘জংলি’। সিনেমাটি বেশ প্রশংসা কুড়াচ্ছে দর্শকদের। সিনেমার আবেগে ভাসিয়েছে দর্শকদের। বিষয়টি নিয়ে উচ্ছ্বসিত দীঘি। অভিনেত্রী বলেন, প্রতিবার পরিবারের সঙ্গে ঈদ ঢাকাতেই করা হয়। এবারো করেছি। তবে, এবার ঈদটা আমার জন্য অনেক স্পেশাল ছিল। কারণ, ‘জংলি’ ছবিটি মুক্তি পেয়েছে। সম্প্রতি সিনেমার স্পেশাল স্ক্রিনে দর্শকদের সঙ্গে বসে সিনেমাটি দেখে তিনি বলেন, আমি আমার পরিবারসহ সিনেমাটি আগেও দেখেছি। এখন আবার দেখলাম। হলের মধ্যে আমি নিজে দেখার থেকে আশপাশের মানুষদেরকে বেশি দেখছিলাম। তাদের রিঅ্যাকশন দেখছিলাম। এই প্রথম ঈদ উৎসবে সিনেমা মুক্তি পেয়েছে দীঘির।
তিনি বলেন, ‘জংলি’ আমাদের স্বপ্নের একটি সিনেমা। দারুণ একটি গল্পের সিনেমা। ঈদের অন্যান্য ছবির সঙ্গে কম্পিটিশন কেমন করছে জানতে চাইলে দীঘি বলেন, কম্পিটিশন কেন দেখতে হবে। আমার মনে হয় জিনিসটা আমাদের নিজেদের মধ্যেই দেখি না। ‘বরবাদ’, ‘জংলি’, ‘দাগি’- সবগুলোই কিন্তু আমাদেরই সিনেমা। আমরা এক হল থেকে বের হয়ে আরেক হলে ঢুকলে যদি আমাদেরই সিনেমা দেখতে পাই, এটাই কিন্তু একটা আনন্দের অনুভূতি।