ঢাকা, ১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৯ শাওয়াল ১৪৪৬ হিঃ

বিনোদন

রহস্য ফাঁস করলেন শিল্পা

বিনোদন ডেস্ক
১৯ এপ্রিল ২০২৫, শনিবার
mzamin

বলিউড তারকারা ভারতের সর্বোচ্চ আয়করদাতাদের তালিকায় থাকেন। তবে অভিনয়ই কিন্তু তাদের একমাত্র আয়ের উৎস নয়। প্রায় সবাই কোনো না কোনো ব্যবসার সঙ্গে যুক্ত। ছবি প্রযোজনা বাদেও কারও রেস্তরাঁ রয়েছে, কারও আবার রয়েছে পোশাক কিংবা প্রসাধনী সংস্থা। এবার বলিউড তারকা শিল্পা শেঠি জানালেন, তার রাজকীয় জীবনের পেছনে কী রহস্য রয়েছে। কী উপায় অবলম্বন করে বড়লোক হয়েছেন তিনি। এ বিষয়ে শিল্পা জানান, প্রায় আট বছর আগের কথা। শিল্পাকে একটি প্রসাধনী সংস্থার বিপণন মুখ হিসেবে কাজ করার জন্য ডাকা হয়েছিল। কিন্তু তার পারিশ্রমিক দেয়ার মতো কোনো ক্ষমতা ছিল না ওই পণ্য সংস্থার। শিল্পা বলেন, ওরা আমার কাছে এসেছিল। আমার ভালো লেগেছিল। কিন্তু একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিয়োগ করার মতো সামর্থ্য ওই সংস্থার ছিল না। তখন আমিই ওদের অংশীদার হওয়ার প্রস্তাব দেই। তার দাবি, বিনিয়োগ করেই বিত্তবান হয়েছেন তিনি। গত আট বছরে ‘ইউনিকর্ন’ নামের সেই সংস্থা ১০০ কোটি মূল্য হিসেবে আত্মপ্রকাশ করেছে। ২০২৩ সালে আইপিওতে নাম তোলে ওই সংস্থা। তারা জানায়, ২০১৮ সালে শিল্পা মাত্র ৬.৭ কোটি টাকা বিনিয়োগ করে ১৬ লাখ শেয়ার তুলেছেন। ২০২৩ সালে শিল্পার সেই বিনিয়োগ মূল্য ৩৯ কোটি টাকা দাঁড়ায়। ২০২৩ সালে শিল্পা ওই সংস্থার ১৩.৯৩ লাখ শেয়ার বিক্রি করে দেন। 
তাতে তার লাভ হয় প্রায় ৪৫ কোটি ১৩ লাখ টাকা। এখন শিল্পা ওই সংস্থার ২.৩ লাখ শেয়ারের মালিক। সেই হিসেবে তার ওই সংস্থার পেছনে বিনিয়োগ মূল্য প্রায় ৫ কোটি ৪২ লাখ টাকা। এর বাইরেও শিল্পার ইয়োগা স্কুল রয়েছে! বিভিন্ন পণ্যের দূত হিসেবে কাজ করছেন। পাশাপাশি আরও কয়েকটি ব্যবসায়ও বিনিয়োগ রয়েছে তার।

 

 

বিনোদন থেকে আরও পড়ুন

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status