বিনোদন
অভিনেত্রীকে হেনস্তার অভিযোগ, মুখ খুললেন পরিচালক
বিনোদন ডেস্ক
(১ দিন আগে) ১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার, ২:২২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৯ পূর্বাহ্ন

গেলো বছর ওপার বাংলার বেশ কজন নির্মাতা-অভিনেতার বিরুদ্ধে হেনস্তা নিয়ে মুখ খুলেছিলেন একাধিক অভিনেত্রী। তাদের মধ্যে একজন অভিযুক্ত টালিউড নির্মাতা অরিন্দম শীল। এবার নিজের বিরুদ্ধে আনা অভিযোগ নিয়ে কথা বললেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, তার বিরুদ্ধে ওঠা যৌন হেনস্তার সব অভিযোগ মিথ্যে। তিনি এমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাননি। শুধু তাই নয়, অভিনেতা এদিন স্পষ্ট জানিয়েও দেন ইন্ডাস্ট্রিতে কেউ কারও বন্ধু হয় না। তিনি বলেন, একটা শুটিং ফ্লোরের মধ্যে এমন ঘটনা কীভাবে ঘটতে পারে? আমি যেহেতু অভিনেতা, সেই কারণে অনেক দৃশ্য অভিনয় করে দেখাই। এই ঘটনাটা যখন ঘটল, তখন শ্যুটিং ফ্লোরে সব টেকনিশিয়ানরাই উপস্থিত ছিলেন। আমার ওপর অনেকের রাগ আছে। তারা সবাই মিলেই আমাকে ফাঁসিয়েছে, যেখানে আমার তথাকথিত সহকর্মী-বন্ধুরা জড়িত। সেসময় অরিন্দমের নামে যৌন হেনস্তার অভিযোগ আসতেই তাকে পরিচালক প্যানেল থেকে বরখাস্ত করা হয়। এক অভিনেত্রী পরিচালকের বিরুদ্ধে মামলাও করেন। তবে এই বিষয়ে প্রথম থেকেই অরিন্দম দাবি করেন- এটা শুধু ‘অ্যাক্সিডেন্ট’ ছিল। অরিন্দম বলেছিলেন, শুট চলাকালীন তার গালের পাশে আমার মুখটা লেগেছিল একবার। এটা পুরোটাই একটা অ্যাক্সিডেন্ট। এবার সেই ঘটনা নিয়ে ফের মুখ খুললেন পরিচালক। ইন্ড্রাস্ট্রির দিকে আঙুল তুলে বললেন, আমাকে ফাঁসানো হয়েছে।