বিনোদন
তিন বন্ধুর ‘মনের সওদাগর’
স্টাফ রিপোর্টার
১৯ এপ্রিল ২০২৫, শনিবার
চলতি প্রজন্মের তিন সংগীতশিল্পী বাঁধন সরকার পূজা, মৌমিতা বড়ুয়া ও শোভন রায়। গানের বাইরেও তাদের বন্ধুত্ব বেশ গভীর। তারই রেশ ধরে এবার এ তিন শিল্পী হাজির হয়েছেন একটি গানে। গানটির শিরোনাম- ‘মনের সওদাগর’। মুস্তফা সুমনের কথায় গানটির সুর ও সংগীত করেছেন শোভন রায়। ভিন্নধর্মী কথা-সুর ও গায়কীর এ গানটি প্রকাশ হয়েছে বার্নাবির ইউটিউব চ্যানেলে। এর মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন সোহেল রাজ। তিন শিল্পীর বাইরে এতে পারফর্ম করেছেন- জয়শ্রী দেবী, রুপম আক্তার, সায়মা হাসিবা অপূর্ব, সানজিদা জাহান পুুষ্প প্রমুখ। গানটি প্রসঙ্গে পূজা বলেন, এটি আমাদের তিন গানের বন্ধুর একটি প্রজেক্ট। সবমিলিয়ে যারাই গানটি এর মধ্যে শুনেছেন, পছন্দ করেছেন। আশা করছি, গানটি সময়ের সঙ্গে ভালো অবস্থানে যাবে। মৌমিতা বড়ুয়া বলেন, ব্যতিক্রম কথা-সুরের একটি গান ‘মনের সওদাগর’। গানের কথার সঙ্গে মিল রেখে এর ভিডিও করা হয়েছে। আমার বিশ্বাস পছন্দ করবেন সবাই। গান প্রসঙ্গে শোভন রায় বলেন, একটি গানে কয়েকজন শিল্পীর অন্তর্ভুক্তির বিষয়টি এখন খুব কম হয়। বিশেষ করে অমাদের দেশে। সেদিক থেকে আমাদের এ গানটি সবার ভালো লাগবে বলেই আশা রাখি।