বিনোদন
‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’র মহোৎসব আজ
স্টাফ রিপোর্টার
১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার
দীর্ঘ ১০ মাস ধরে দেশব্যাপী বাছাই পর্ব এবং স্টুডিও পর্ব শেষে সেরা ছয় বাংলাবিদকে নিয়ে আয়োজিত হচ্ছে ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ প্রতিযোগিতা। কে হবেন এবারের সেরা বাংলাবিদ আর কে পাবেন ১০ লাখ টাকার মেধাবৃত্তি, জানা যাবে আজ। ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ ষষ্ঠ বর্ষের মহোৎসব বসছে আজ। জানা গেছে, দেশ জুড়ে ৯টি অঞ্চলের বাছাই পরীক্ষা এবং ১৯টি স্টুডিও পর্বের জমজমাট প্রতিযোগিতার মাধ্যমে দেশব্যাপী লক্ষাধিক শিক্ষার্থী থেকে বাছাই করে নেয়া হয় শীর্ষ ছয় প্রতিযোগীকে। চূড়ান্ত পর্যায়ের সেরা ছয় বাংলাবিদ হলেন- বরিশালের আদিবা মহসিন, সিলেটের প্রিয়ন্তি দাশ প্রান্তি, চট্টগ্রামের রশ্মি তুলতুল চৌধুরী, খুলনার সানিয়ান শুভ্র বিশ্বাস, ঢাকার রিফা তাসনিয়া, চট্টগ্রামের অভিষেক দাশ। যারা লড়বেন শ্রেষ্ঠত্বের লড়াইয়ে। রাজধানীর বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে আজ এই আসর সরাসরি সম্প্রচারিত হবে সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায়। পাশাপাশি লাইভ দেখা যাবে ইস্পাহানি মির্জাপুর ফেসবুক পেজে। মহোৎসবের সেরা ছয় বাংলাবিদের মধ্যে শীর্ষস্থান অধিকারী জিতে নেবে ১০ লাখ টাকার মেধাবৃত্তি এবং দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী জিতে নেবে যথাক্রমে তিন লাখ ও দুই লাখ টাকার মেধাবৃত্তি। এ ছাড়া, প্রথম ১০ জন প্রতিযোগী পাবে একটি ল্যাপটপসহ ব্যক্তিগত গ্রন্থাগার করার জন্য ৫০ হাজার টাকা সমমূল্যের বাংলা বই ও বইয়ের আলমারি। নতুন প্রজন্মের কাছে শুদ্ধ বাংলা, বানান ও ব্যবহার ছড়িয়ে দেয়ার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও মননকে শানিত করা এবং বাংলাকে হৃদয়ে ধারণ করানোর উদ্দেশ্যে ইস্পাহানি মির্জাপুরের উদ্যোগে ও পৃষ্ঠপোষকতায় চ্যানেল আইয়ে প্রচারিত হয়ে আসছে প্রতিযোগিতাটি।