বিনোদন
হাজারো কণ্ঠে বর্ষবরণ এবার রবীন্দ্র সরোবরে
স্টাফ রিপোর্টার
৯ এপ্রিল ২০২৫, বুধবার
বিগত বছরগুলোর মতোই এবারো অনুষ্ঠিত হতে যাচ্ছে চ্যানেল আই-সুরের ধারা হাজারো কণ্ঠে বর্ষবরণ। বাংলা নববর্ষ ১৪৩২-কে বরণ করতে ১৪ই এপ্রিল সকাল ৬টা থেকে ধানমণ্ডির রবীন্দ্র সরোবর সুরের মূর্ছনায় আচ্ছন্ন থাকবে। এবারের বর্ষবরণ অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে আগত শিল্পীদের পাশাপাশি ভিন্ন জাতিগোষ্ঠীর শিল্পীরাও অংশ নিবেন। থাকবে ১৩ই এপ্রিল সন্ধ্যা থেকে চৈত্র সংক্রান্তির অনুষ্ঠান। লোকজ মেলা। মেলায় থাকবে দেশীয় সংস্কৃতির মেলবন্ধন। নাগর দোলা, লাঠি খেলাসহ দেশীয় নানান তৈজসপত্রের পসরা নিয়ে বসবেন দোকানিরা। অনুষ্ঠান সফল করতে সংস্কৃতি মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মকর্তাবৃন্দ সুরের ধারা এবং চ্যানেল আইয়ের প্রতিনিধিগণ এ সময় উপস্থিত ছিলেন। মোস্তফা সরয়ার ফারুকী জানিয়েছেন, অনুষ্ঠান সফল করতে সংস্কৃতি মন্ত্রণালয়ের সব রকম সহযোগিতা থাকবে।