বিনোদন
বিয়ে করলেন শামীম হাসান সরকার
স্টাফ রিপোর্টার
৬ এপ্রিল ২০২৫, রবিবার
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকার। নাটকে অভিনয় করতে গিয়ে বেশ কয়েকবারই বর সাজতে হয়েছে তাকে। সেই ছবি নিয়ে আলোচনাও কম হয়নি সামাজিক যোগাযোগমাধ্যমে। এবার বাস্তব জীবনে বিয়ের পিঁড়িতে বসেছেন এ অভিনেতা। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। এদিন নিজের স্ত্রীর সঙ্গে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, আলহামদুলিল্লাহ্, কবুল। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। এরপর পরিবারের সদস্যদের সঙ্গে তোলা ছবি কভার ফটো হিসেবে পোস্ট করেছেন। শামীম হাসান বলেন, এবার গল্পে নয়, সত্যি সত্যি বিয়ে করেছি। দুই পরিবারের উপস্থিতিতে আজ (শুক্রবার) আমাদের বিয়ে হয়েছে। পাত্রী মিডিয়ার কেউ না। শামীম হাসানের নববিবাহিত স্ত্রীর নাম আফসানা প্রীতি। তিনি ফরিদপুরের মেয়ে। পড়াশোনা করছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। শামীম হাসান সরকার বলেন, জীবনের নতুন অধ্যায় শুরু করলাম। সবাই দোয়া করবেন যেন আমরা সত্যিকার অর্থে সুখী হতে পারি।