ঢাকা, ২০ এপ্রিল ২০২৫, রবিবার, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২০ শাওয়াল ১৪৪৬ হিঃ

অর্থ-বাণিজ্য

গৃহায়ন ও সংশ্লিষ্ট লিংকেজ শিল্পের প্রতিনিধিদের সঙ্গে রিহ্যাব নেতৃবৃন্দের মতবিনিময়

অর্থনৈতিক রিপোর্টার

(১ সপ্তাহ আগে) ১০ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ৯:১৬ অপরাহ্ন

mzamin

আবাসন খাতের নানাবিধ সমস্যাকে কেন্দ্র করে এই খাত সংশ্লিষ্ট লিংকেজ শিল্পের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করেছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) নেতৃবৃন্দ। বৃহস্পতিবার রিহ্যাব অফিসে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রিহ্যাব প্রেসিডেন্ট মো. ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 
সভায় বক্তব্য প্রদান করেন বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশনের শেখ মাসুদুর রহমান মাসুদ, বাংলাদেশ এসোসিয়েশন অব কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিজ এর ভাইস প্রেসিডেন্ট ইঞ্জি. এম এ ওহাব, বাংলাদেশ ইলেকট্রিক্যাল ক্যাবলস ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. আক্তার হোসেন ঢালি, বাংলাদেশ রেডিমিক্স কংক্রিট এসোসিয়েশনের প্রেসিডেন্ট ইঞ্জি. মোঃ আব্দুল আউয়াল, মোজাইক মার্চেন্টস এসোসিয়েশনের মো. ইসমাইল হোসেন, বাংলাদেশ গ্লাস মার্চেন্ট এসোসিয়েশন এর সভাপতি মোহাম্মদ হোসেন আলমগীর, বাংলাদেশ এলিভেটর এসেকেলেটর অ্যান্ড লিফট ইম্পোটারস এসোসিয়েশন এর সভাপতি এমদাদ উর রহমান ও বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোটার্স এসোসিয়েশন জাহেদী হাসান চৌধুরী। এছাড়া সভায় বিভিন্ন এসোসিয়েশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় রড, সিমেন্ট, ইট, বালু, পাথর, কেবল, টাইলস, স্যানেটারিসহ ২০ এর অধিক লিংকেজ প্রতিষ্ঠানের মালিক এবং প্রতিনিধিরা অংশ নেন। সভায় প্রায় সকলেই একমত হন ড্যাপের কারণে আবাসন সেক্টরে স্থবিরতা বিরাজ করছে। যার প্রভাব পড়েছে আবাসন খাত সংশ্লিষ্ট লিংকেজ শিল্পে। ইতিমধ্যে অনেকে উৎপাদন কমিয়ে দিয়েছেন খরচ কমানোর জন্য। কেউ কেউ কিছু জনবলও ছাটাই করেছেন সংকট মোকাবিলা করার জন্য। অপর দিকে এই খাতের শিল্পের ট্যাক্স বৈষম্য নিয়ে আলোচনা হয় মতবিনিময় সভায়।

বক্তারা বলেন, ড্যাপকে কেন্দ্র করে আবাসন খাতে এই অচালবস্থা চলতে থাকলে অর্থনীতির চাকা থমকে যাবে। বেকারত্ব বাড়বে, কর্মসংস্থান কমে যাবে এবং জিডিপিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে। দিনের পর দিন এই স্থবিরতা প্রকট থেকে প্রকটতর হচ্ছে। এ জন্য সরকারকে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি জানানো হয় সভা থেকে। 
সভায় রিহ্যাব-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূইয়া এবং ভাইস প্রেসিডেন্ট ইঞ্জি. আব্দুল লতিফ, ভাইস প্রেসিডেন্ট ফিন্যান্স আব্দুর রাজ্জাক, প্রেস অ্যান্ড মিডিয়া কমিটির চেয়ারম্যান মোহাম্মদ লাবিব বিল্লাহ্, রিহ্যাব পরিচালক মো. কামরুল ইসলাম, মো. আইয়ুব আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অর্থ-বাণিজ্য থেকে আরও পড়ুন

আরও খবর

অর্থ-বাণিজ্য সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status