ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বিশ্বজমিন

মাস্কের বিরুদ্ধে ওপেনএআই-এর মামলা

মানবজমিন ডেস্ক

(৩ সপ্তাহ আগে) ১১ এপ্রিল ২০২৫, শুক্রবার, ৬:৪২ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৪:১৮ অপরাহ্ন

mzamin

বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের বিরুদ্ধে মামলা করেছে ওপনেএআই। তাদের অভিযোগ হচ্ছে, নিজের সুবিধার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবসা ধীর করার ‘নিরবচ্ছিন্ন’ চেষ্টা চালাচ্ছেন মাস্ক। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়, টেসলার নির্বাহী পরিচালকের বিরুদ্ধে ‘অসৎ কৌশল’ ব্যবহারের অভিযোগ করেছে কৃত্রিম বুদ্ধিমত্তার ওই প্রতিষ্ঠান। গত বছর ওপেনএআই-এর নির্বাহী পরিচালক স্যাম অল্টম্যানের বিরুদ্ধে কোম্পানির করপোরেট কাঠামো পরিবর্তন বন্ধ করার জন্য মামলা করেছিলেন মাস্ক। তিনি ওপেনএআইয়ের প্রতিষ্ঠাকালীন একজন সদস্য। তবে ২০১৮ সালে মাস্ক প্রতিষ্ঠানটি ছেড়ে দেন। পাল্টা এই মামলাটি সিলিকন ভ্যালির দুই প্রভাবশালী ব্যক্তির মধ্যকার লড়াইয়ে নতুন উত্তেজনা তৈরি করলো। 

বুধবার এক বিবৃতিতে ওপেনএআই বলেছে, ইলন মাস্ক ওপেনএআইকে তার ব্যক্তিগত সুবিধার জন্য ব্যবহার করে এআই প্রযুক্তির নিয়ন্ত্রণ নেয়ার দুর্নীতিমূলক কৌশল অবলম্বন করছে। তাকে থামাতে আমরা পাল্টা মামলা করেছি। গত সপ্তাহে ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডের এক ফেডারেল বিচারক ২০২৬ সালের মার্চে এই মামলার বিচারের তারিখ নির্ধারণ করেছেন। যুক্তরাষ্ট্রের জেলা বিচারক ইয়ভন গঞ্জালেজ রজার্স এর আগে মাস্কের একটি নিষেধাজ্ঞার আবেদন প্রত্যাখ্যান করেন। যেখানে তিনি অস্থায়ীভাবে ওপেনএআই-এর অলাভজনক থেকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর বন্ধ করতে আবেদন করেছিলেন। ওপেনএআই- এর বিরুদ্ধে মাস্কের অভিযোগ হচ্ছে, কৃত্রিম বুদ্ধিমত্তার ওই প্রতিষ্ঠানটি জনহিতকর লক্ষ্য থেকে সরে গিয়েছে এবং তারা চুক্তি ভঙ্গ করেছে। এর জের ধরেই তিনি প্রতিষ্ঠানটি ত্যাগ করেছিলেন।

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status