ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বিশ্বজমিন

হজের অনুমতি ছাড়া কাউকে মক্কায় আশ্রয় দিলে কঠোর শাস্তি

মানবজমিন ডেস্ক

(৩ সপ্তাহ আগে) ১২ এপ্রিল ২০২৫, শনিবার, ৭:৪২ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০২ পূর্বাহ্ন

mzamin

এবার পবিত্র হজ মওসুমে হজের অনুমতি ছাড়া অথবা অধিবাসীদের মক্কায় প্রবেশের অনুমতি ছাড়া কাউকেই পবিত্র মক্কা শহরে আতিথেয়তা দেয়া যাবে না। এ নির্দেশ ২৯ এপ্রিল থেকে কার্যকর হচ্ছে। এর অর্থ মক্কা নগরীতে কোনো হোটেলে বা কোনো বাসাবাড়িতে কাউকে অবস্থানের ক্ষেত্রে এই নির্দেশ জারি করা হয়েছে। যাদের হজের অনুমতি নেই অথবা অধিবাসী হিসেবে মক্কায় প্রবেশের অনুমতি নেই- তাদেরকে আশ্রয় দেয়া যাবে না। এ বিষয়ে মক্কার সব সেবা দানকারী প্রতিষ্ঠানে এরই মধ্যে আর্জেন্ট সার্কুলার পাঠিয়েছে সৌদি আরবের পর্যটন বিষয়ক মন্ত্রণালয়। তাতে বলা হয়েছে, ২৯শে এপ্রিল থেকে এই নির্দেশ মানতে হবে সবাইকে। এ খবর দিয়েছে অনলাইন গালফ নিউজ। 

ওকাজ পত্রিকাকে উদ্ধৃত করে এতে বলা হয়, হজযাত্রীদের নিরাপত্তার কথা চিন্তা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করে এটা করা হয়েছে। মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, যারা এই সার্কুলার বা এর বিধি মানতে ব্যর্থ হবেন তাদেরকে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। পর্যটন বিষয়ক আইন এবং এর নির্বাহী বিভিন্ন বিধির অধীনে এই ব্যবস্থা নেয়া হবে। ওদিকে পবিত্র ওমরাহ করার জন্য শেষ দিন হিসেবে ২৯শে এপ্রলকে বেঁধে দিয়েছে সৌদি আরব। এরপরই নিজ নিজ দেশের উদ্দেশে মক্কা ছাড়তে বলা হয়েছে। এ বছরে পবিত্র হজের আনুষ্ঠানিকতা জুনের শুরুতেই শুরু হওয়ার কথা।

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status