ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বিশ্বজমিন

জরিপ: অর্ধেক লেবাননির আশঙ্কা গৃহযুদ্ধ আবার ফিরতে পারে

মানবজমিন ডেস্ক

(৩ সপ্তাহ আগে) ১২ এপ্রিল ২০২৫, শনিবার, ৯:১৫ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ২:৫৮ অপরাহ্ন

mzamin

১৩ই এপ্রিল রোববার লেবাননের গৃহযুদ্ধের ৫০ বছর পূর্ণ হচ্ছে। এখন থেকে ৫০ বছর আগে ১৯৭৫ সালের ১৩ই এপ্রিল লেবাননে গৃহযুদ্ধ শুরু হয়। এটা ছিল বহুদলের মধ্যে এক সশস্ত্র যুদ্ধ। ১৯৭৫ সালে শুরু হয়ে তা স্থায়ী হয় ১৯৯০ সাল পর্যন্ত। এতে নিহত হন কমপক্ষে দেড় লাখ মানুষ। কমপক্ষে ১০ লাখ মানুষ লেবানন ছেড়ে যান। সেই গৃহযুদ্ধের বার্ষিকী উপলক্ষে নতুন এক জরিপ প্রকাশ হয়েছে। সেখানে বলা হয়েছে, লেবাননের অর্ধেক মানুষ এটি ভেবে উদ্বিগ্ন যে- যুদ্ধ পুনরায় ফিরে আসবে। ইসরাইলের সঙ্গে ভঙ্গুর যুদ্ধবিরতি নিয়ে তাদের মনে ওই শঙ্কা দেখা দিয়েছে। এ খবর দিয়েছে অনলাইন আরব নিউজ। আন্নাহার সংবাদপত্র ও ইন্টারন্যাশনাল ইনফরমেশন যৌথভাবে এই জরিপ পরিচালনা করে। ২৫শে মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত সকল প্রদেশ থেকে ১ হাজার ২০০ মানুষের ওপর জরিপ চালানো হয়। এতে বলা হয়, ৫১ দশমিক ৭ শতাংশ মানুষ শঙ্কায় আছেন যে- য্দ্ধু আবার ফিরে আসবে। ৬৩ দশমিক ৩ শতাংশ মানুষ মনে করে, ধর্মনিরপেক্ষ নাগরিক রাষ্ট্র প্রতিষ্ঠা দেশের জন্য সর্বোত্তম পথ। 

মোট ৪২ দশমিক ৫ শতাংশ মানুষ নিজেদের বা পরিবারের সরাসরি ক্ষতির কথা জানিয়েছেন। ২৩ দশমিক ৭ শতাংশ মৃত্যু বা আঘাতের কথা বলেছেন। ১৯ দশমিক ৯ শতাংশ সম্পদের ক্ষতির বিষয়ে কথা বলেছেন। ১৯ দশমিক ৫ শতাংশ মানুষ জোর করে বাস্তুচ্যুতির বিষয়ে কথা বলেছেন। দেশটিতে ইরানের ভূমিকার বিষয়ে জিজ্ঞাসা করা হলে, ৭৮ দশমিক ৬ শতাংশ মানুষ ইরানের ভূমিকাকে নেতিবাচক হিসেবে দেখছেন। ৭৫ দশমিক ৩ শতাংশ মানুষ ইসরাইলকে লেবাননের প্রাথমিক প্রতিপক্ষ বলে বিবেচনা করছে। এদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অবকাঠামো ধ্বংসের নামে লেবাননে পুনরায় হামলা শুরু করেছে ইসরাইল। এমন সময়ই ওই জরিপ করা হলো। আন্নাহারের ব্যবস্থাপনা বিভাগ বর্তমান বাস্তবতা বুঝার জন্য জরিপটিকে অপরিহার্য হাতিয়ার হিসেবে বর্ণনা করছে। যুদ্ধের বিষয়ে মানুষ অবশ্য দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। ৪০ দশমিক ৭ শতাংশ মানুষ এটাকে লেবাননের গৃহযুদ্ধ হিসেবে গণ্য করেন। ৩৮ দশমিক ৫ শতাংশ মানুষ অবশ্য মনে করেন, এটি অন্য কারো যুদ্ধ যা লেবাননের মাটিতে সংঘটিত হয়। ৮ দশমিক  ৮ শতাংশ মানুষ অবশ্য মনে করে এটি ফিলিস্তিনি বসতি স্থাপন সংক্রান্ত একটি যুদ্ধ ।  

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status