বিশ্বজমিন
ডেইলি মেইলের প্রতিবেদন
টিউলিপের বিরুদ্ধে আজ গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারে ঢাকার আদালত
মানবজমিন ডেস্ক
(৩ সপ্তাহ আগে) ১৩ এপ্রিল ২০২৫, রবিবার, ১২:২৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৭:১৩ অপরাহ্ন

দুর্নীতির অভিযোগে বৃটেনের সাবেক সিটিমন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে আজ (রোববার) গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারে ঢাকার আদালতে। এ খবর দিয়েছে বৃটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল। এতে বলা হয়, গত সপ্তাহে ঢাকার বিচারকদের কাছে টিউলিপ এবং তার পরিবারের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিয়েছে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন (দুদক)। যার ভিত্তিতে ঢাকার বিশেষ একটি আদালত ৪২ বছর বয়সী টিউলিপের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারে। ওই আদালত ইতিমধ্যেই টিউলিপের খালা ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। দুর্নীতির অভিযোগেই গত বৃহস্পতিবার তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদের বিরুদ্ধেও পরোয়ানা জারি করা হয়েছে।
গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে টিউলিপ হবেন প্রথম বৃটিশ এমপি। ফলত; তিনি বিদেশি কোনো মামলায় পলাতক আসামি হিসেবে বিবেচিত হবেন। আদালতের রায়ের পর বিচারের জন্য বৃটেনের কাছে তাকে ফেরত চাইতে পারে বাংলাদেশ। অভিযোগপত্রে বলা হয়েছে, বৃটিশ এমপি থাকা অবস্থায় নিজস্ব প্রভাব ব্যবহার করে শেখ হাসিনা, শেখ রেহানা, ভাই রাদওয়ান এবং ছোট বোন আজমিনাকে ঢাকায় আবাসিক এলাকায় জমি বরাদ্দ পেতে কারসাজি করেছেন টিউলিপ। যদিও তিনি এই অভিযোগ অস্বীকার করেন। পূর্বাচলে প্লট বাগিয়ে নেয়ায় এখন পর্যন্ত ১৬ জনের বিরুদ্ধে চার্জশিট দেয়া হয়েছে। যার মধ্যে হাসিনা পরিবারেরই ছয় সদস্য রয়েছে।
এছাড়া টিউলিপের বিরুদ্ধে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে থেকেও ৩ দশমিক ৯ বিলিয়ন পাউন্ড আত্মসাতের অভিযোগ রয়েছে। অন্যদিকে বৃটেনের বৃহৎ পত্রিকাগুলোতে টিউলিপের বিরুদ্ধে লন্ডনে হাসিনার ঘনিষ্ঠ মিত্রদের কাছ থেকে ফ্ল্যাট উপহার নেয়ার খবর প্রকাশিত হওয়ায় বেশ চাপে পড়েন টিউলিপ। এক পর্যায়ে তিনি সিটিমন্ত্রীর পদ থেকে সরে যেতে বাধ্য হন। তার দাবি ছিল ফ্ল্যাটটি তিনি বাবা-মায়ের কাছ থেকে পেয়েছেন। তবে পরবর্তীতে সত্য সামনে আসে যে, তাকে ওই ফ্ল্যাট উপহার দিয়েছিলেন হাসিনার ঘনিষ্ঠ এক ব্যক্তি। মূলত এসব খবর সামনে আসার পর তার বিরুদ্ধে জোরালো তদন্তে নামে দুদক। যার ভিত্তিতে আজ তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দিতে পারে ঢাকা।