ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বিশ্বজমিন

ডোমিনিকান রিপাবলিকের নাইটক্লাবের ছাদধসে মৃতের সংখ্যা বেড়ে ২২৬

মানবজমিন ডেস্ক

(৩ সপ্তাহ আগে) ১৩ এপ্রিল ২০২৫, রবিবার, ১:০৫ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৮:৪৮ অপরাহ্ন

mzamin

ডোমিনিকান রিপাবলিকের সেই নাইট ক্লাবের ছাদ ধসে নিহতের সংখ্যা বেড়ে ২২৬ জনে পৌঁছেছে। শনিবার এ তথ্য জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। উদ্ধার হওয়া মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও নিশ্চিত করেছেন তারা। গত মঙ্গলবার নাইট ক্লাবের ছাদ ধসে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। এতে বলা হয়, দেশটির স্বাস্থ্যমন্ত্রী  আতাল্লাহ জানিয়েছেন মঙ্গলবার ভোরে জেট সেট ক্লাবের ভেতরে নিহত হন ২২১ জন। পরে হাসপাতালে নেয়ার পর আরও চার জনের মৃত্যু হয়েছে। প্রেসিডেন্টের কার্যালয় আগে জানিয়েছিল যে, নাইটক্লাবের ধ্বংসস্তূপ থেকে ১৮৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। 

গতকাল শনিবার এক কোস্টারিকান নাগরিকের মৃত্যু হয়েছে। পরে স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় এর ফলে মৃতের সংখ্যা ২২৬ জনে দাঁড়িয়েছে। তবে যারা এখনও হাসপাতালে আছেন তাদের অনেকেই জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন বলে জানানো হয়েছে। ক্যারিবীয় দেশটিতে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ ট্রাজেডি ছিল এটি। যাতে মেরেঙ্গুয়ে গায়ক রুবি পেরেজ নিহত হয়েছেন। মূলত তার গান শুনতেই গত মঙ্গলবার নাইট ক্লাবটিতে জড়ো হয়েছিলেন কয়েকশ মানুষ। ওইদিন প্রেসিডেন্ট লুইস আবিনাদার এবং গায়িকার মেয়ে জুলিঙ্কাও সেখানে উপস্থিত ছিলেন। তবে তারা এই দুর্যোগ থেকে বেঁচে যান। এর আগে ২০০৫ সালে পূর্বাঞ্চলীয় এক শহরের কারাগারে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৩৬ জন বন্দী নিহত হয়েছিলেন। 

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status