ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বিশ্বজমিন

এখনও মুক্তি নিশ্চিত না হওয়ায় ইসরাইলি সরকারের সমালোচনা করলেন আটক জিম্মি

মানবজমিন ডেস্ক

(৩ সপ্তাহ আগে) ১৩ এপ্রিল ২০২৫, রবিবার, ২:৪৪ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:১৫ পূর্বাহ্ন

mzamin

এখনও মুক্তি নিশ্চিত না হওয়ায় ইসরাইলি সরকারের সমালোচনা করেছেন আটক এক জিম্মি। শনিবার একটি ভিডিও প্রকাশ করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সশস্ত্র শাখা। সেখানে ওই জিম্মিকে জীবিত দেখানো হয়েছে। জিম্মিদের মুক্তির বিষয়ে সরব ইসরাইলি সংস্থা হোস্টেজেস অ্যান্ড মিসিং ফ্যামিলিজ ফোরাম ওই জিম্মিকে এডান আলেকজান্ডার হিসেবে শনাক্ত করেছে। তারা জানিয়েছে এডান ইসরাইল বংশোদ্ভূত মার্কিন নাগরিক। ২০২৩ সালের ৭ অক্টোবর তাকে জিম্মি হিসেবে আটক করে হামাস। তবে ভিডিওটি কখন ধারণ করা হয়েছিল সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। 
হামাসের সশস্ত্র শাখা ইজ্জেদিন আল কাসসাম ব্রিগেড তিন মিনিটের একটি ভিডিও প্রকাশ করেছে। যেখানে ওই জিম্মিকে একটি আঁটসাঁট স্থানে বসে থাকতে দেখা গেছে। ছুটির দিনগুলো উদযাপন করতে দেশে ফেরার কথা জানিয়েছেন এডান আলেকজান্ডার। ইসরাইলে বর্তমানে পাসওভারের ছুটি চলছে। মিশরের দাসত্ব থেকে ইহুদিদে বাইবেল মুক্তির স্মরণে এই ছুটি উদযাপন করেন ইসরাইলিরা। ২১ বছর বয়সী আলেকজান্ডার তেল আবিবে জন্মগ্রহণ করেন। তবে বেড়ে ওঠেন যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে। সেখানে উচ্চ মাধ্যমিক পড়াশুনা শেষে সেনাবাহিনীতে যোগ দিতে ইসরাইলে ফিরে আসেন তিনি। 

শনিবারের শুরুতে পৃথক এক বিবৃতিতে হামাস বলেছে, ইসরাইলের হামলায় কেবল ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদেরই নয়, অবশিষ্ট জিম্মিদের জীবনও বিপন্ন করে তুলেছে।

৭ অক্টোবর মোট ২৫১ জনকে জিম্মি করে গাজায় নিয়ে আসে হামাস। যাদের অনেককেই মুক্তি দেয়া হয়েছে। আর এখনও আটক আছে মোট ৫৮জন জিম্মি। ইসরাইলি সেনাবাহিনীর দাবি ৩৪ জন জিম্মিকে হত্যা করেছে হামাস। ১৮ মার্চ গাজায় ইসরায়েলের বিমান হামলা পুনরায় শুরু হওয়ার আগে সাম্প্রতিক যুদ্ধবিরতি চলাকালীন, হামাস ৩৩ জন জিম্মিকে মুক্তি দিয়েছে। যার মধ্যে আটজনের মৃতদেহও রয়েছে।
 

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status