বিশ্বজমিন
অর্থায়ন স্থগিত, যুক্তরাষ্ট্র পরিচালিত আরবি ভাষার সংবাদ মাধ্যমে কর্মী ছাঁটাই, সম্প্রচার বন্ধ
মানবজমিন ডেস্ক
(৩ সপ্তাহ আগে) ১৩ এপ্রিল ২০২৫, রবিবার, ৬:৩৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:৪৫ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত আরবি ভাষার একটি টেলিভিশন ও অনলাইন সংবাদ মাধ্যমের অর্থায়ন বন্ধ করে দিয়েছে ট্রাম্প প্রশাসন। ফলে শনিবার ওই চ্যানেলের বেশির ভাগ কর্মীকে ছাঁটাই করা হয়েছে। বন্ধ করে দেয়া হয়েছে প্রোগ্রাম। এ খবর দিয়েছে অনলাইন আরব নিউজ। ওই সংবাদ মাধ্যমের নাম আল হুররা। মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় সংবাদ মাধ্যমটির ৩ কোটি দর্শক আছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও তার উপদেষ্টা ইলন মাস্কের বিরুদ্ধে অর্থায়ন বন্ধের অভিযোগ আনা হয়েছে। অর্থায়ন বন্ধে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সেখানে কর্মরত সাংবাদিক ও অন্য কর্মীরা। উদ্বেগ প্রকাশ করেছেন আল হুররা প্রধান জেফরি গেডমিন। বলেন, তিনি মনে করেন না যে- আল হুররা ও এর সহযোগী প্রতিষ্ঠানের জন্য কংগ্রেস অনুমোদিত অর্থের ওপর থেকে মার্কিন প্রশাসনের স্থগিতাদেশ তুলে নেয়া হবে। এ বিষয়ে তিনি হাল ছেড়ে দিয়েছেন।
আল হুররা, ভয়েস অব আমেরিকা ও বিদেশে যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত অন্য সংবাদ মাধ্যম তদারককারী যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থায় ক্যারি লেককে নিযুক্ত করেছেন ডনাল্ড ট্রাম্প। এবার তার বিরুদ্ধে তহবিল স্থগিতের বিষয়ে কথা বলতে গড়িমসির অভিযোগ এনেছেন গেডমিন। তিনি বলেন, আমি এটি বলতে বাধ্য হচ্ছি যে, ক্যারি ইচ্ছাকৃতভাবে আমাদের কর্মীদের বেতন দেয়ার জন্য প্রয়োজনীয় অর্থ দেয়া থেকে বঞ্চিত করছেন। হোয়াইট হাউস অবশ্য এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। দুবাইয়ে কর্মরত আল হুররার মিশরীয় সাংবাদিক মোহাম্মদ আল-সাবাঘ বার্তা সংস্থা এপিকে বলেন, সেখানে কর্মরত সকল কর্মী তাদের চুক্তি বাতিলের নোটিশ পেয়েছেন। উল্লেখ্য, ভয়েস অব আমেরিকা, রেডিও ফ্রি ইউরোপ/রেডিও লিবার্টি, রেডিও ফ্রি এশিয়া ও অন্য সংবাদ মাধ্যমের পর আল হুররাই হলো যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত সংবাদ মাধ্যম, যা কর্মী ছাঁটাই করেছে। উল্লেখ্য, ইউএস এজেন্সি ফর গ্লোবাল মিডিয়ার তত্ত্বাবধানে লেককে নিয়োগ করা হয়। তিনি বলেন, তার এজেন্সিটি পুনর্নির্মাণ প্রয়োজন।
যুক্তরাষ্ট্র সমর্থিত সংবাদ সংস্থাগুলো যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে চলা শীতল যুদ্ধের সময়ই প্রতিষ্ঠিত হয়। এসব সংবাদ সংস্থাগুলোর কাজ হলো- যুক্তরাষ্ট্র ও বিদেশের অন্য বিষয়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রদান করা। ২০০৩ সালে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ প্রশাসন আল হুররা প্রতিষ্ঠা করে। ওই একই বছর বুশ প্রশাসন ইরাকের নেতা সাদ্দাম হোসেনকে উৎখাত করে। ওই সময় আল হুররার সাংবাদিকরা মার্কিন দখলদারিত্ব ও এরপর সংঘটিত সাম্প্রদায়িক ও চরমপন্থী সহিংসতার খবর প্রকাশ করেন। ২০১১ সালে আরব বসন্তে সংবাদ মাধ্যমটির বেশ কিছু সাংবাদিক মারা যান। এছাড়া মধ্যপ্রাচ্যে অন্য রাজনৈতিক পরিবর্তনের সময়ও বেশ কিছু সাংবাদিক প্রাণ হারান।