বিশ্বজমিন
হজের প্রস্তুতি হিসেবে ওমরাহকারীদের সৌদি আরবে প্রবেশ বন্ধ
মানবজমিন ডেস্ক
(৩ সপ্তাহ আগে) ১৩ এপ্রিল ২০২৫, রবিবার, ৭:১৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০২ পূর্বাহ্ন

পবিত্র হজ মৌসুমের প্রস্তুতির কারণে ওমরাহকারী বিদেশিদের সৌদি আরবে প্রবেশের শেষ দিন ছিল রোববার। এরপর অর্থাৎ সোমবার থেকে আর কোনো বিদেশি পবিত্র ওমরাহ করতে সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না। হজ ও উমরাহ বিষয়ক মন্ত্রণালয়কে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন গালফ নিউজ। একই সঙ্গে কোনো ওমরাহকারী তাদের ভিসার মেয়ার শেষ হওয়ার আগে যদি সৌদি আরব না ছাড়েন এবং সে বিষয়ে রিপোর্ট করতে যদি হজ ও ওমরাহ বিষয়ক লাইসেন্সধারী কোনো কোম্পানি বা প্রতিষ্ঠান ব্যর্থ হয় তাহলে তাদেরকে এক লাখ রিয়াল পর্যন্ত জরিমানার মুখোমুখি হতে হবে বলে সতর্ক করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এমন কোনো কোম্পানির ওমরাহকারীর সংখ্যার সৌদি আরবে অতিরিক্ত সময় অবস্থানের প্রেক্ষিতে এই জরিমানা কয়েক গুণ হতে পারে।