ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বিশ্বজমিন

ইরানে ৮ পাকিস্তানি হত্যা, দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি পাকিস্তানের

মানবজমিন ডেস্ক
১৪ এপ্রিল ২০২৫, সোমবার
mzamin

১২ই এপ্রিল ইরানে আট পাকিস্তানি নাগরিককে গুলি করে হত্যা করা হয়েছে। আফগানিস্তান সীমান্তের কাছে মেহরেস্তান জেলায় একটি ওয়ার্কশপে ওই ঘটনা ঘটে। ইরানের প্রতি ওই হত্যাকাণ্ডের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। সীমান্তে উত্তেজনা নিয়ে কিছুদিন ধরে অস্থিরতা বিরাজ করছিল ইরান ও পাকিস্তানের মধ্যে। সম্প্রতি দেশ দুটি সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ গ্রহণ করে। এর মধ্যেই হত্যা করা হয়েছে পাকিস্তানের ওই ৮ নাগরিককে। ফলে দুই দেশের মধ্যকার সম্পর্ক এখন কোনদিকে মোড় নেবে তা বলা মুশকিল। উল্লেখ্য, নিহত আট পাকিস্তানি পেশায় গাড়ির মেকানিক। এ হত্যাকে ‘জঘন্য সন্ত্রাসী কর্মকাণ্ড’ অভিহিত করেন শেহবাজ শরীফ। এ ছাড়া অপরাধীদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নিতে ইরানি কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন তিনি। এ খবর দিয়েছে অনলাইন এক্সপ্রেস ট্রিবিউন। নিহতদের মধ্যে ছয়জন খানকা শরীফের বাসিন্দা। বাকি দু’জন আহমেদপুর শারকিয়ার। এক বিবৃতিতে শেহবাজ বলেন, সন্ত্রাসবাদ সমগ্র অঞ্চলের জন্য একটি গুরুতর হুমকি। 

এসময় তিনি প্রতিবেশী দেশগুলোকে চরমপন্থার বিরুদ্ধে একটি যৌথ কৌশল প্রণয়নের আহ্বান জানান। উল্লেখ্য, ভুক্তভোগীদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা ও তাদেরকে সমর্থন দেয়ার জন্য পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেন শেহবাজ। এ ছাড়া তেহরানে অবস্থিত পাকিস্তানের দূতাবাসকে মৃতদেহগুলো দ্রুত দেশে পাঠানোর নির্দেশ দেন তিনি। এদিকে মৃতদেহগুলো দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ভুক্তভোগীদের পরিবার। এ বছরের শুরুতে দুই দেশের মধ্যে সীমান্তে উত্তেজনা দেখা দেয়। এরপর দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের চেষ্টা করছিল দেশ দু’টি। এর মধ্যেই অপ্রীতিকর ওই ঘটনার সম্মুখীন হতে হলো পাকিস্তান ও ইরানকে। গত বছর একই ধরনের হামলায় প্রাণ হারান ৯ জন পাকিস্তানি। 
 

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status