খেলা
বড় শাস্তির মুখে রিয়ালের কারবাহাল
স্পোর্টস ডেস্ক
১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার
প্রথমার্ধ শেষে তখন রিয়াল মাদ্রিদ ও আর্সেনালের খেলোয়াড়রা ড্রেসিংরুমে ফিরছিলেন। এমন সময় গানার ফরোয়ার্ড বুকায়ো সাকার সঙ্গে ঝামেলা বাঁধে রিয়ালের মিডফিল্ডার দানি কারবাহালের। স্কোয়াডে না থাকলেও রিয়ালের ডাগআউটে ছিলেন তিনি। দুইয়ে মিলিয়ে বড়সড় শাস্তি অপেক্ষা করছে এই স্প্যানিশ মিডফিল্ডারের জন্য।
সান্তিয়াগো বার্নাব্যুয়ে আর্সেনালের বিপক্ষে ফিরতি লেগে ২-১ গোলে হেরে ও দুই লেগ মিলিয়ে ৫-১ গোলে বিধ্বস্ত হয়ে শেষ আট থেকে বিদায় নেয় ইউরোপ সেরার প্রতিযোগিতাটির রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন রিয়াল। হাঁটুর চোটে গত অক্টোবর থেকে মাঠের বাইরে থাকা কারবাহাল এই ম্যাচের স্কোয়াডে ছিলেন না। গোলশূন্য প্রথমার্ধের পর সাইডলাইনে দাঁড়িয়ে ছিলেন কারবাহাল। সতীর্থদের সঙ্গে করমর্দন করেন তিনি। ম্যাচের শুরুতে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হওয়া আর্সেনালের বুকায়ো সাকাকে কিছু একটা বলতে দেখা যায় তাকে। ইংলিশ ফরোয়ার্ডের মাথা ছুঁয়ে, তার বুকে হালকাভাবে চাপড় দেন তিনি। সাকাও হয়তো কিছু একটা বলেন তাকে। এরপর হেঁটে এগিয়ে যাওয়া সাকার হাত টেনে ধরেন কারবাহাল এবং দুজনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। পেছন থেকে সাকার ঘাড়েও হাত দেন রিয়ালের জার্সিতে ৬টি চ্যাম্পিয়নস লীগ জয়ী এই ফুটবলার। তখন দুজনকে আলাদা করেন অন্যরা। স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর, কঠোর শাস্তি পেতে পারেন কার্ভাহাল, চার ম্যাচ পর্যন্তও নিষিদ্ধ হতে পারেন তিনি। উয়েফার নিয়ম অনুযায়ী, রিয়াল মাদ্রিদের টেকনিক্যাল এরিয়ায় তার থাকার অনুমতি ছিল না, কারণ তাকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়নি।
২০১৬ সালে যেমন শাস্তি পেয়েছিলেন জাবি আলোন্সো। চোটের কারণে বাইরে থাকা মিডফিল্ডার বেঞ্চের পাশের আসন থেকে দৌড়ে মাঠে গিয়ে রিয়াল মাদ্রিদের গোল উদযাপন করেছিলেন। পরে তাকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করেছিল উয়েফা। যে কারণে পরের মৌসুমে ইউরোপিয়ান সুপার কাপের ফাইনালে তিনি খেলতে পারেননি।