ঢাকা, ১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৯ শাওয়াল ১৪৪৬ হিঃ

খেলা

চাকরি গেলে রিয়ালকে ধন্যবাদই দেবেন কোচ আনচেলোত্তি

স্পোর্টস ডেস্ক
১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার
mzamin

এবার আর প্রত্যাবর্তনের মহাকাব্য লেখা হলো না রিয়াল মাদ্রিদের। উয়েফা  চ্যাম্পিয়নস লীগের কোয়ার্টার ফাইনালে সান্তিয়াগো বার্নাব্যুতে বাস্তবতা মেনে নিতে হলো অল হোয়াইটদের। বুধবার মাদ্রিদে ফিরতি লেগে ২-১ গোলে জয় তুলে নেয় আর্সেনাল। দুই লেগ মিলিয়ে গানারদের জয় ৫-১ ব্যবধানে। বার্নাব্যু জয় করে ২০০৯-এর পর এবারই প্রথমবারের মতো প্রতিযোগিতাটির সেমিফাইনালে পৌঁছেলো আর্সেনাল। চাকরি যাওয়ার জোর গুঞ্জনের মধ্যে কার্লো আনচেলোত্তি জানিয়ে রাখলেন, এমন কিছু হলে রিয়ালের প্রতি কেবল কৃতজ্ঞই থাকবেন তিনি। 

রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ শেষবার ২০২০-এ চ্যাম্পিয়নস লীগের সেমিতে উঠতে ব্যর্থ হয়। অন্যদিকে ইংলিশ জায়ান্টরা শেষ চারে উঠলো ১৬ বছর পর। পুরো ম্যাচে ৬৭ শতাংশ বল পায়ে রেখেও কাজের কাজটা কিছুই করতে পারেনি ভিনিসিয়ুস-বেলিংহ্যামরা। ঘরের মাঠে এদিন গোলের দিকে ১৮টি শটের মধ্যে কেবল ৩টি লক্ষ্যে রাখতে পারে রিয়াল। সফরকারীদের ১১টির মধ্যে লক্ষ্যে থাকে ৬টি শট। স্বাগতিকদের একের পর এক আক্রমণ মিলিয়ে গেছে আর্সেনালের রক্ষণভাগে গিয়ে। প্রতি আক্রমণে জবাবটাও দিচ্ছিল গানাররা। রিয়ালের বেলজিয়ান তারকা গোলকিপার থিবো কর্তোয়ার কারণে স্কোরলাইনটা আর বেশি বড় হয়নি। ম্যাচের দ্বিতীয় মিনিটেই পরিষ্কার অফসাইডে বাতিল হয় কিলিয়ান এমবাপ্পের গোল। কিছুক্ষণ পর নিজেদের ডি বক্সে মিকেল মেরিনোকে ফেলে দেন রাউল আসেন্সিও। বুকায়ো সাকার পানেককা শট আটকে দেন কর্তোয়া। ম্যাচের ২৩তম মিনিটে জন্ম নেয় সবচেয়ে নাটকীয় মুহূর্ত। আগের লেগের নায়ক ডেকলান রাইসের বাঁধার মুখে পড়ে যান এমবাপ্পে। রেফারি সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজালে প্রতিবাদ জানান আর্সেনাল খেলোয়াড়েরা। সব মিলিয়ে প্রায় ৭ মিনিট অপেক্ষার পর ভিএআরে দেখে সিদ্ধান্ত পরিবর্তন করেন রেফারি। গোলশূন্য বিরতি শেষ করে মাঠে ফিরে আরও মরিয়া হয়ে ওঠে রিয়াল। ৬১তম মিনিটে তিন বদলি নামান কার্লো আনচেলোত্তি। এর চার মিনিটের মাথায় উল্টো গোল করে বসে সফরকারী দল। দারুণ এক গোলে পেনাল্টির ভুলের প্রায়শ্চিত্ত করেন সাকা। মিনিট দুয়েকের মধ্যে গোল শোধ দিয়ে বার্নাব্যুর গ্যালারিতে উত্তাপ ছড়ান ভিনিসিয়ুস জুনিয়র। যোগ করা তৃতীয় মিনিটে শেষ গোলটি করেন গ্যাব্রিয়েল মার্টিনেল্লি। কার্লো আনচেলোত্তির চাকরি নিয়ে টানাপড়েন লেগেছে আগে থেকেই। এবার নিজেদের মাঠে এমন হতশ্রী পারফর্মেন্সের পর গুঞ্জনটা তাই জোরাল হয়েছে। যদিও কাগজে-কলমে তার চুক্তি আছে আগামী মৌসুম পর্যন্ত। ম্যাচের পর নিজের ভবিষ্যৎ নিয়ে তাই সরাসরি প্রশ্ন উড়ে গেল রিয়াল বসের দিকে। জোর দিয়ে কিছু না জানিয়ে এই ইতালিয়ান কোচ বলেন, ‘আমি জানি না.. জানতেও চাই না। এই মুহূর্তে আসলে এসব নিয়ে কথা বলতে পারি না। ৬৫ বছর বয়সী আনচেলোত্তি যোগ করেন, ‘এমনও হতে পারে যে ক্লাব পরিবর্তন আনার কথা ভাবতে পারে। সেটি এই বছর হতে পারে অথবা আগামী বছর আমার চুক্তির শেষেও হতে পারে। কোনো সমস্যা নেই। আমার এখানে পথচলার শেষ যেদিন হবে, সেদিন একটি ব্যাপারই করতে পারি, তা হচ্ছে ক্লাবকে ধন্যবাদ জানানো। সেই দিন কালকে হতে পারে, মাসখানেকের মধ্যে হতে পারে কিংবা এক বছরের মধ্যে।’
 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status