অনলাইন
চীনে রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ড: নিহত ২২, আহত ৩
মানবজমিন ডিজিটাল
(৭ ঘন্টা আগে) ২৯ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ৫:৪৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৬:৪৪ অপরাহ্ন

রেস্তোরাঁয় আগুন লেগে মৃত্যু হলো ২২ জনের। ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে উত্তর-পূর্ব চীনের লিয়াওয়াংয়ে। আগুন লেগে আহত হয়েছেন আরও তিন জন। মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১২টা বেজে ২৫ মিনিট নাগাদ এই ঘটনা ঘটেছে। আগুন লাগার কারণ সম্পর্কে এখনো কোনও তথ্য দেওয়া হয়নি, তবে ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা গেছে যে তিন তলা রেস্তোরাঁর জানালা এবং দরজা থেকে আগুনের লেলিহান শিখা বের হচ্ছে। এর কিছুক্ষণ পর প্রাদেশিক রেডিও এবং টেলিভিশন চ্যানেলে প্রকাশিত প্রতিবেদনে বলা হয় যে বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এবং রেস্তোরাঁয় জীবিতদের অনুসন্ধান শেষ হয়েছে। আহতদের তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং রেস্তরাঁয় অগ্নিকাণ্ডকে ‘গভীর উদ্বেগজনক’ বলে মন্তব্য করেছেন। একই সঙ্গে তিনি স্থানীয় কর্তৃপক্ষকে এ ঘটনার কারণ খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন। যারা এই ঘটনার জন্য দায়ী তাদেরকে কঠোর শাস্তি দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন। পাশাপাশি আহতদের চিকিৎসায় এবং নিহতদের পরিবারকে সাহায্য করার নির্দেশ দিয়েছেন তিনি। ইন্ডাস্ট্রিয়াল দুর্ঘটনা চীনে প্রায়শই ঘটে থাকে। সাধারণত প্রশিক্ষণের অভাব বা তাদের ঊর্ধ্বতনদের চাপের কারণে কর্মীরা সুরক্ষা বৈশিষ্ট্যগুলো উপেক্ষা করে। চীন জুড়ে খাবারের দোকানীরা "গরম পাত্র" বা “Hot pot” নামে পরিচিত একটি খাবার খেয়ে থাকেন। যেখানে মাংস এবং শাকসবজি খোলা আগুনে সেঁকে নেওয়া হয়। এর থেকেও অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। চলতি মাসে চীনে এটা দ্বিতীয় বড় অগ্নিকাণ্ডের ঘটনা। এর আগে গত ৯ তারিখে আগুন লাগে চীনের হেবেই প্রদেশের একটি নার্সিং হোমে। ওই ঘটনায় মৃত্যু হয় ২০ জনের।
সূত্র: এপি নিউজ