অনলাইন
স্টারলিংককে লাইসেন্স হস্তান্তর করল বিটিআরসি
স্টাফ রিপোর্টার
(৫ ঘন্টা আগে) ২৯ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ৮:১২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৪ পূর্বাহ্ন

বাংলাদেশে কার্যক্রম শুরুর জন্য মার্কিন এনজিএসও সেবাদাতা স্টারলিংককে লাইসেন্স হস্তান্তর করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
মঙ্গলবার সন্ধ্যায় স্টারলিংক কর্মকর্তার কাছে লাইসেন্সটি হস্তান্তর করা হয় বলে বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী জানিয়েছেন।
বিটিআরসি চেয়ারম্যান বলেন, প্রধান উপদেষ্টার অনুমোদন ও নির্ধারিত ফি পরিশোধের পর আমরা স্টারকিংকের লাইসেন্স ইস্যু করেছি। কবে নাগাদ তারা ইন্টারনেট সেবা চালু করতে পারে জানতে চাইলে তিনি বলেন, এখন তাদের কাজ হলো, কীভাবে গেটওয়ে ও গ্রাউন্ড স্টেশন স্থাপন করবে তা নিয়ে স্থানীয় স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে তাদের পরিকল্পনা আমাদের জানানো। মো. এমদাদুল বারী আরও জানান, সেবা চালুর আগে স্টারলিংককে তাদের ইন্টারনেট ট্যারিফ অনুমোদনের জন্য জমা দিতে হবে।
গত ৭ই এপ্রিল স্টারলিংক সার্ভিসেস বাংলাদেশ লিমিটেড বাংলাদেশে নন-জিওস্টেশনারি অরবিট বা এনজিএসও স্যাটেলাইট সার্ভিস অপারেটর গাইডলাইনের অধীনে লাইসেন্সের জন্য আবেদন করে। আবেদনের পর বিটিআরসি সাত সদস্যের একটি কমিটি গঠন করে, কমিটি সকল কাগজপত্র যাচাই-বাছাই করে। পরে বিটিআরসির দুই সদস্যের একটি প্রতিনিধি দল কাওরান বাজারে স্টারলিংকের বাংলাদেশ অফিস পরিদর্শন করে। বিটিআরসির এক কর্মকর্তা বলেন, এটি বিটিআরসি ইতিহাসে দ্রুততম সময়ে দেয়া সুপারিশ।