অনলাইন
অভিনেতা সিদ্দিককে মারধর করে পুলিশের হাতে তুলে দিল ‘জনতা’
স্টাফ রিপোর্টার
(৬ ঘন্টা আগে) ২৯ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ৬:৪৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৩ পূর্বাহ্ন

অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছেন একদল মানুষ। ঘটনাটির একটি ভিডিও মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায় সিদ্দিককে মারধর করে তার পরনের জামা ছিড়ে ফেলা হয়েছে। এই অবস্থায় তাকে হাঁটিয়ে রমনা থানায় নিয়ে যাওয়া হয়।
রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম মানবজমিনকে বলেন, দুদক কার্যালয়ের সামনে থেকে লোকজন সিদ্দিককে ধরে। এরপর তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। গুলশান থানায় তার বিরুদ্ধে মামলা রয়েছে শুনেছি, আমরা ঐ থানার কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করছি যাচাই-বাছাই করে গ্রেপ্তার দেখাবো।
পাঠকের মতামত
Very good news
সহজে রাতের ভোটের এমপি হাওয়ার জন্য যে সমস্ত অভিনেতা অভিনেত্রী গণ আওয়ামী লীগ সরকার থেকে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে শেখ হাসিনার প্রকাশ্যই গুণগান করেছেন এবং যারা স্বৈরাচারের শাসন কে দীর্ঘতম করেছিল তাদের কে খুঁজে বাহির করে ছিদ্দিকের মতো গণ ধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিতে হবে।
ভিডিওতে ছাত্রদলের পরিচয় দিল শুনলাম। অথচ এখানে সেই কথাই বলল না।
ধন্যবাদ সচেতন জনতাকে। মাঝেমধ্যে এরকম প্রশংসনীয় কাজ করে বিগত দিনে লাখো অপকর্মকারী দেরকে গণ ধোলাই দিয়ে স্বৈরাচারের দোসরদের বার্তা দিতে হবে সচেতন জনগণ ১৬ বছরের দুষকর্মা ভুলে নাই।
এখন ফারুকী ত আবার বিরক্ত হবে!
এই ছিদ্দীক নিজেকে অনেক বিশাল কিছু মনে করত এবং শুধু তা'ই না সে মনে করত এই আওয়ামীলীগ চিরস্থায়ী বন্দোবস্ত নিয়েছে অতএব সে বিশাল আওয়ামীলীগা'র। ও এমন সব কথাবার্তা বলতো যা আওয়ামীলীগের কোর খাওয়া নেতারাও বলতো না। আমি ধন্যবাদ জানাবে যারা এই জানোয়ার টাকে গনধোলাই দিয়েছে। পাশাপাশি এর মত আরও কিছু মিডিয়ার লোক আছে তাঁদের কেও এই ভাবে আপ্যায়ন করতে হবে।
ফ্যাসিবাদের দোষর!