বিশ্বজমিন
পাকিস্তানের সমুদ্রবন্দরে নিরাপত্তা জোরদার
মানবজমিন ডেস্ক
(২২ ঘন্টা আগে) ৮ মে ২০২৫, বৃহস্পতিবার, ৮:১৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১১:১০ পূর্বাহ্ন
.jpeg)
পাকিস্তানের সমুদ্রবন্দরগুলোতে নিরাপত্তা সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে। বন্দর সূত্র নিশ্চিত করেছে, ছোট-বড় সব ধরনের মাছ ধরার নৌকা ও ব্যক্তিগত নৌযানকে সাগরে যাওয়া থেকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে শত শত মাছ ধরার নৌকা ও ব্যক্তিগত নৌযান চলাচলে প্রভাব পড়বে। সূত্রমতে, উপকূলীয় নিরাপত্তা জোরদার করার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যাতে সাগরে চলাচলের উপর নিয়ন্ত্রণ রাখা যায়। তবে এই নিরাপত্তা সতর্কতার মধ্যেও বাণিজ্যিক জাহাজ চলাচলে কোনো প্রভাব পড়েনি। কার্গো জাহাজগুলোর চলাচল স্বাভাবিক আছে।