বাংলারজমিন
বিএনপি করায় মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্ত হননি সালেহীন
ময়মনসিংহ প্রতিনিধি
৯ মে ২০২৫, শুক্রবারময়মনসিংহের গফরগাঁও উপজেলা মীর মোনায়েম সালেহীন (সুবল) ৭১ রণাঙ্গনে যুদ্ধ করেও বিএনপি করার অপরাধে গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা হতে পারেননি। এ কষ্ট নিয়ে মারা গেলেন তিনি। এ বীর মুক্তিযোদ্ধা উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি, উপজেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সদস্য ও জেলা শ্রমিক দলের সিনিয়র নেতা এবং সালটিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন তিনি।
গত বুধবার রাত ১০টায় নিজ বাড়ি রৌহা মীর বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন) তিনি। দীর্ঘদিন ধরে নানান রোগে আক্রান্ত ছিলেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার জন্য থাকার ঘর ও বাড়ি যাওয়ার জন্য সড়ক নির্মাণ করে দিয়েছিলেন। এটি তার জন্য কাল হয়ে দাঁড়ায়। বিএনপি’র রাজনীতি করার জন্য তার নাম মুক্তিযোদ্ধা হিসেবে আজও গেজেটভুক্ত হয়নি। মীর মোনায়েম সালেহীন নাম গেজেট করার জন্য অসহায়ের মতো ঘুরেছেন। তবে, তিনি বিএনপি’র জন্মলগ্ন থেকে পরোপকারী সততা, পরিচ্ছন্ন ও আদর্শবান রাজনীতি করে গেছেন। এ বিষয়ে উপজেলা বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক মো. সাইফুল আলম বলেন, সাবেক চেয়ারম্যান মীর মোনায়েম সালেহীন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি আমাদের সঙ্গে যুদ্ধ করেছেন। বিএনপি’র রাজনীতি করার কারণে তার নাম গেজেটভুক্ত হয়নি। বিগত ১৭ বছর আওয়ামী সরকার তার প্রতি অবিচার করেছে।